প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আগামীকাল বলিউডের ‘লাভ আজ কাল’, ‘হাম ভি আকেলে তুম ভি আকেলে’ এবং ‘হাওয়ায়েঁ’ ফিল্ম তিনটি মুক্তি পাবে। ম্যাডক ফিল্মস, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, জিও স্টুডিওস এবং উইন্ডো সিট ফিল্মসের ব্যানারে রোমান্স ড্রামা লাভ আজকাল মুক্তি পাবে। দিনেশ বিজন এবং ইমতিয়াজ আলি ফিল্মটি প্রযোজনা করেছেন। ইমতিয়াজ আলির পরিচালনায় অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, সারা আলি খান, আরুশি শর্মা, রণদীপ হুদা। সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম চক্রবর্তী। একই নামে একই পরিচালকের একটি ফিল্ম সাইফ আলি খান এবং দীপিকা পাডুকোনের অভিনয় ২০০৯ সালে মুক্তি পেয়েছিল। রোডট্রিপ ড্রামা ‘হাওয়ায়েঁ’ মুক্তি পাবে ওকে মুভিজ প্রডাকশন্সের ব্যানারে। যোগেন্দর সিং ফিল্মটি প্রযোজনা করেছেন। যোগেশ বৎস-এর পরিচালনায় অভিনয় করেছেন ভবেশ কুমার, এসতার নরোনহা, পরীক্ষিত সাহনি এবং শিবা আকাশদীপ। একই নামে ২০০৩-এ একটি ফিল্ম মুক্তি পেয়েছিল। ফার্স্ট রে ফিল্মসের ব্যানারে ‘হাম ভি আকেলে তুম ভি আকেলে’ মুক্তি পাবে। রোমান্স ড্রামাটি পরিচালনা করেছেন হরিশ ব্যাস। অভিনয় করেছেন জেরিন খান, অংশুমান ঝা এবং অন্যরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।