Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাভ ম্যারেজ নিয়ে আপত্তি ধোপে টিকবে না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

লাভ ম্যারেজ নিয়ে করা মেয়ের পিটিশনে বড় সিদ্ধান্ত জানালো এলাহাবাদ হাই কোর্ট। সম্প্রতি আদালতের তরফে বলা হয়েছে যে, ১৮ বছরের বেশি বয়সী একজন প্রাপ্তবয়স্ক মেয়ের নিজের ইচ্ছামতো বসবাস করার এবং বিয়ে করার অধিকার রয়েছে । নিজের ইচ্ছায় ছেলের সঙ্গে বেরিয়ে যাওয়া অপহরণের অপরাধ হতে পারে না বলেও জানানো হয়েছে আদালতের তরফে। এর সঙ্গেই আদালত ওই মেয়েকে অপহরণের জন্য ছেলের বিরুদ্ধে মেয়ের বাবা যে এফআইআর দায়ের করেছিলেন, তা বাতিল করেছে। এলাহাবাদ হাই কোর্ট বলেছে, ছেলের বয়স ২১ বছরের কম হলে বিয়ে বাতিল হবে না। যদিও এটি হিন্দু বিবাহ আইনের ১৮ নং ধারার অধীনে শাস্তিযোগ্য হতে পারে, তবে বিবাহ প্রশ্নবিদ্ধ হতে পারে না। প্রতীক্ষা সিং এবং অন্যদের আবেদন মঞ্জুর করে বিচারপতি অশ্বনী কুমার মিশ্র এবং বিচারপতি শামিম আহমেদের ডিভিশন বেঞ্চ এই আদেশ দিয়েছে। নিউজ১৮।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাভ ম্যারেজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ