Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগকে খেলার ভয় দেখিয়ে লাভ নেই

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২২, ৭:২৬ পিএম

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন; ‘আওয়ামী লীগকে খেলার ভয় দেখিয়ে লাভ নেই।ফাঁকা মাঠে গুলি চালিয়ে ক্ষমতায় আসেনি।আ.লীগ কারো দয়ায় ক্ষমতায় নাই।আ.লীগের জন্য লক্ষ লক্ষ জনতা আছে।‘

সোমবার (২৯ আগষ্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে আয়োজিত এক শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ক্ষমতাশীল দলের এ নেতা।

লিটন বলেছেন; `পহেলা সেপ্টেম্বার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা শুনতে পাচ্ছি তারা সারাদেশে প্রগাম করবে। সেদিন তারা জানান দিবে, আওয়াজ দিবে।আ.লীগের নেতা কর্মীরা প্রস্তুত থাকবেন। তারা যদি অরাজকতা সৃষ্টি করে তাহলে ওই দিনই দাঁত ভাঙা জবাব দিবো।‘

লিটন আরও বলেছেন; `আমরা গণতান্ত্রিক মুল্যবোধ প্রতিষ্ঠা করার জন্য যা করার প্রয়োজন তা করবো।আমরা জনগণের ভাগ্য পরিবর্তনে বিশ্বাসী।আমরা টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার লোক নয়।‘

আয়নাঘর নিয়ে তিনি বলেন; সেনাবাহী থেকে বরখাস্ত কিছু কর্মকর্তা, তাসনিম খলিলসহ দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে।সোসিয়াল মিডিয়া ফেসবুকে নানা রকম কাল্পনিক কাহিনী মনের মাধুরী মিশিয়ে তারা প্রচার করে।আপনাদের সবার কাছে মোবাইল আছে, মোবাইল একটা বড় সোসিয়াল মাধ্যম।খারাপ জিনিস বা অপপ্রচার রুখে দেওয়ার জন্য মোবাইলেই যথেষ্ট।‘

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন; বাংলাদেশ আ.লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা আ.লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য জিয়িউর রহমান, সাধারাণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, নারী সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোখলেসুর রহমান প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাভ নেই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ