Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়েবসাইট থেকে আসামের এনআরসি তালিকা গায়েব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৪৯ পিএম

আসামের বিতর্কিত চূড়ান্ত নাগরিক (এনআরসি) তালিকা আচমকা ওয়েবসাইট থেকে গায়েব হয়ে গেছে। গত বছরের আগস্ট মাসে এই তালিকা প্রকাশ করা হয়েছিল। এর পর ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশে তালিকাটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আসামের নাগরিক পঞ্জির তথ্যকে তালিকা আকারে প্রকাশ করার দায়িত্ব সম্প্রতি আইটি ফার্ম উইপ্রোকে দেয়া হয়েছিল। তাই ঘটনাটির পর উইপ্রোর সঙ্গে চুক্তি ছিন্ন কর‍তে চাইছে এনআরসির কাজে সম্পৃক্ত কর্মকর্তারা। যদিও বিষয়টির জন্য এরই মধ্যে ক্ষমতাসীন মোদি সরকারের দিকেই আঙুল তুলছে বিরোধী দল কংগ্রেস। তাদের ধারণা, বিশেষ কোনো অভিসন্ধি থেকেও কাজটি হতে পারে। যদিও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কারিগরি ত্রুটির কারণেই এনআরসি তালিকাটি ওয়েবসাইট থেকে গায়েব হয়ে গেছে।

এ দিকে বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজ্যের এনআরসি সমন্বয়ক হিতেশ দেব শর্মা বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, এনআরসির এসব তথ্য ওয়েবসাইটে প্রকাশের দায়িত্বে ছিল উইপ্রোর। মূলত তাদের সঙ্গে গত বছরের ১৯ অক্টোবর পর্যন্ত চুক্তি হয়েছিল। যদিও চলতি বছর তাদের সঙ্গে আর কোনো চুক্তি নবায়ন করা হয়নি। এসব কারণেই হয়তো তথ্যগুলো গত ১৫ ডিসেম্বর থেকে অফলাইনে চলে যায়। অপর দিকে ঘটনাটির পর বিবৃতির মাধ্যমে দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানায়, সমস্যাটি সমাধানের লক্ষ্যে কাজ চলছে। অল্প সময়ের মধ্যেই তা ঠিক হয়ে যাবে।

প্রতীক হাজেলা অসমের এনআরসির কো-অর্ডিনেটর ছিলেন। তিনি গত অক্টোবরে বদলি হয়ে যান। তবে হিতেশ দেবশর্মার নিয়োগে বিলম্ব হওয়ায় উইপ্রো ক্লাউড পরিষেবা সাবস্ক্রিপশন নতুন করে চালু করতেও দেরী হয়ে যায় বলে বিভিন্ন সূত্র এনডিটিভিকে জানিয়েছে। ক্লাউড পরিষেবা পুনর্নবীকরণের জন্য দ্রুত চেষ্টা করা হচ্ছে বলেই সূত্রের খবর।

আসাম বিধানসভার বিরোধীদলীয় নেতা দেবব্রত সাইকিয়া ভারতের রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দিয়ে বিষয়টি জরুরিভাবে দেখার জন্য অনুরোধ করেছেন। ‘অনলাইনে কেন হঠাৎ করে সব তথ্য বিলুপ্ত হয়ে যাচ্ছে তা রহস্যের বিষয়, বিশেষ করে এখনও এনআরসি কর্তৃপক্ষের ধীরগতির কারণে আপিলের প্রক্রিয়াও শুরুই হয়নি। সুতরাং, অনলাইন তথ্য নিখোঁজ হওয়া একটি গাফিলতির কাজ বলে সন্দেহ করার যথেষ্ট সুযোগ রয়েছে,’ চিঠিতে বলেছেন ওই কংগ্রেস নেতা।

প্রসঙ্গত, আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) প্রকাশের মাধ্যমে রাষ্ট্রহীন করা হয়েছে অন্তত ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ বাঙালিকে। যেখানে আগের তালিকায় বাদ দেয়া হয়েছিল প্রায় ৪০ লাখ বাসিন্দাকে। যাদের মধ্যে অধিকাংশই হিন্দু। তাছাড়া এতে স্বীকৃতি মিলেছে প্রায় ৯ কোটি ১১ লাখ লোকের। সূত্র: এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ