Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিরিয়ায় সেনা-সাঁজোয়া যানের বিশাল বহর পাঠাল তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

রুশ সেনাদের সহায়তায় সিরিয়ার ইদলিব প্রদেশে সশস্ত্র অভিযান চালাচ্ছে দেশটির সরকারি বাহিনী। এর তীব্র বিরোধিতা করছে তুরস্ক। ফলে ফাটল তৈরি হয়েছে তুরস্ক ও রাশিয়ার মধ্যকার সম্পর্কে। এমন পরিস্থিতিতে সিরিয়ার ইদলিবে নতুন করে সেনাবোঝাই দেড় শ’ সাঁজোয়া যান পাঠিয়েছে তুরস্ক। এর আগে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল অলকে ডেনাইজার রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা সিরিয়ার ইদলিবে মোতায়েন সেনাদের ওপর হামলা হলে সেটা সহ্য করব না। তুর্কি সেনাদের ওপর সব ধরনের হামলার প্রতিশোধ নেয়া হবে। প্রয়োজনে ইদলিবে আরো সেনা মোতায়েন করবে তুরস্ক। কর্নেল অলকে ডেনাইজারের এ ধরনের মন্তব্যের পরই ইদলিবে সেনাবোঝাই দেড় শ’ সাঁজোয়া যান পাঠাল আঙ্কারা। এ দিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, রুশ সমর্থিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নির্দেশে সম্প্রতি বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটি ইদলিবে জোরালো সেনা অভিযান শুরু হয়েছে। আর এতেই নতুন করে শরণার্থীদের ঢল নামার শঙ্কার মুখে পড়েছে তুরস্ক। এমন পরিস্থিতিতে সীমান্তে অতিরিক্ত সেনা ও সাঁজোয়া যান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ