Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের চোখের সামনেই শ্লীলতাহানির অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যেই বহিরাগতরা ঢুকে তাঁদের শ্লীলতাহানি করেছে, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ দক্ষিণ দিল্লির অল গার্লস গার্গী কলেজের ছাত্রীরা। তাঁদের অভিযোগ, গত ৬ ফেব্রæয়ারি কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন মদ্যপ অবস্থায় বহিরাগতরা সেখানে প্রবেশ করে যৌন হেনস্থা করে তাঁদের, সেই সময় কলেজে পুলিশ কর্মী মোতায়েন থাকলেও তাঁদের নাকের ডগাতেই ওই ঘটনা ঘটে। অথচ পুলিশের তরফ থেকে ওই ঘটনা রুখতে কোনও তৎপরতা দেখানো হয়নি বলেও অভিযোগ কলেজ ছাত্রীদের। এই ঘটনা ঘিরে এখন সরগরম সোশ্যাল মিডিয়া। গার্গী কলেজের শিক্ষার্থী এবং অধ্যাপকরাও এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন। প্রত্যক্ষদর্শী এবং গার্গী কলেজের ছাত্রী এবং শিক্ষকদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা বেশ কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৬ টায় কলেজের ফেস্ট চলাকালীন কয়েকজন বহিরাগত মদ্যপ অবস্থায় দক্ষিণ দিল্লির কলেজের গেটের কাছে জড়ো হয় এবং একরকম জোর করেই কলেজে প্রবেশ করে। পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কলেজেরই এক শিক্ষার্থী ফোনে বলেন, ওরা কলেজের কেউ ছিল না। ওদের বয়স ৩০-৩৫ বছরের মধ্যে। বহিরাগতদের মধ্যে অর্ধেক মাতাল ছিল। আমাদের কাছে এই ভিজ্যুয়ালও রয়েছে যে ওরা ক্যাম্পাসের ভিতরে ঢুকে সিগারেট খাচ্ছে। ওই শিক্ষার্থীরা আরও বলেন যে, ওই বহিরাগতরা কলেজে ঢুকে কয়েকজন ছাত্রীর পিছনে ধাওয়া করে এবং পুরো ক্যাম্পাসে তাঁদের বিরক্ত করে। আমি এমনও দেখেছি যে প্রথম বর্ষের কয়েকজন ছাত্রী ভয়ে মাঠের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে গেছেন এবং সেই সময় রীতিমতো জীবন নিয়ে টানাটানি পরিস্থিতি হয়ে গেছিল। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ