Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতের দম্ভ বিচূর্ণ

রেজাউর রহমান সোহাগ ও মো. জাহিদুল ইসলাম | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫৫ এএম

গ্যালারিতে ঢাক-ঢোল ও তবলার সঙ্গে গর্জনের সুর, ‘বাংলাদেশ’, ‘বাংলাদেশ’। উড়ছে ৩০ লাখ শহীদের রক্তে ভেজা লাল-সবুজের পতাকা। উল্টোদিকে ভারতীয় পতাকার ছায়াও খুঁজে পাওয়া গেলনা। বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন! না। স্বপ্ন নয়, সত্যি। প্রায় দশ হাজার কিলোমিটার দূরে, সুদূর দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে ভারতকে ডার্কওয়াথ লুইস পদ্ধতিতে ৩ উইকেটে হারায় টাইগার যুবারা।
যুবাদের বিজয়ের এই দিনে একই সময় পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে টেস্ট ম্যাচ খেলছিল বাংলাদেশ জাতীয় দলও। অথচ ছোটরা যেন একবারে আড়াল করে দিয়েছে বড়দের। চায়ের দোকানের আড্ডা, জায়ান্ট স্ক্রিণে সমর্থকদের হৈ-হুল্লোড় ও স্থানীয় টেলিভিশনের দোকানে ছিল উপচে পড়া ভীড়। প্রতিটি রানে, প্রতিটি উইকেটে পড়ছিল করতালি, উইকেট পতনে ছিল আক্ষেপের হা-হুতাশ। ক্রিকেটের ইতিহাসে প্রতিবারই বড়দের আড়ালে থেকে যায় ছোটদের পারফরমেন্স। কিন্তু ছোটরা চিনিয়ে দিল নিজেদের জাত। তাইতো ম্যাচ শেষে অধিনায়ক আকবরের কন্ঠে ভেসে উঠল, ‘দর্শক-সমর্থকরাই ছিল আমাদের দ্বাদশ ব্যক্তি।’
সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়নদের মাত্র ১৭৭ রানে গুটিয়ে দেয়ার পর বাংলাদেশও খেলে যাচ্ছিল স্বাভাবিক ধারায়। মাঝে এক পষলা বৃষ্টিতে লক্ষ্য কমে দাঁড়ায় ৪৬ ওভারে ১৭০ রানের। জয় নিশ্চিত করতে এই লক্ষ্যে কোন সমস্যা হয়নি। উপমহাদেশে মাত্র ১৩ বছর বয়সে সিংহাসনে আসীন হয়েছিলেন জালাল উদ্দিন মোহাম্মদ আকবর (আকবর দ্য গ্রেট), আর আকবর আলী ১৮ বছরে জিতলেন বিশ্বকাপ। বীরোচিত ব্যাটিংয়ে ফাইনাল সেরার পুরস্কারও ওঠে বাংলাদেশ অধিনায়কের হাতেই।

জাতীয় বা বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের কোনো দল আইসিসি আয়োজিত বিশ্বকাপের ফাইনাল খেলল এই প্রথম। সেই তুলনায় ভারত এই মঞ্চে বেশ পুরোনো। টুর্নামেন্টের মোট ১৩ আসরের সাতটিতেই ফাইনাল খেলেছে ভারতের অন‚র্ধ্ব-১৯ দল, চ্যাম্পিয়ন হয়েছে চারটিতে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারও মাঠে নেমেছিল তারা। বিপরীতে বাংলাদেশের এর আগে সর্বোচ্চ সাফল্য ছিল ২০১৬-তে সেমিফাইনাল খেলা। সাকিব আল হাসান-মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের উত্তরসূরীরা তাই নতুন এক ইতিহাসই গড়ে ফেলল। যেই ইতিহাস মুছে দিয়েছে সাবেকদের সব হারের যন্ত্রণা।

গতকাল শিরোপাজয়ের লক্ষ্য ছিল ১৭৮ রান। ব্যাট হাতে পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান। তাদের আত্মবিশ্বাসের সামনে অনেকটা অসহায় হয়ে পড়েছিল এবারের আসরে সব প্রতিপক্ষকে অলআউট করা ভারতীয় বোলাররা। ৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪৪ রান। পরের ওভারে রবি বিশনোইকে মাঠের বাইরে উড়িয়ে দলীয় পঞ্চাশ পূর্ণ করেন তানজিদ। কিন্তু তার তিন বল পরেই একটি গুগলি ঠিকমতো পড়তে না পেরে ভুল শটে ১৭ রানে ক্যাচ আউটে ফেরেন তানজিদ। এই উইকেট হারানোর পর আরেকটি ধাক্কা বাংলাদেশ খায় ওপেনার ইমন ২৫ রানে রিটায়ার্ড হার্ট হলে। দশম ওভারে আকাশ সিংয়ের বলে পায়ে চোট পান তিনি, মাঠে প্রাথমিক চিকিৎসা নিয়ে কয়েক ওভার খেললেও মাঠ ছাড়তে হয়েছে।
এরপর হঠাৎই ছন্দপতন। দলীয় সংগ্রহ ৬২ থেকে ৬৫তে যেতেই ফিরে যান সেমিফাইনালের সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয় (৮), তৈহিদ হৃদয় (০) ও সাহাদাত হোসেন (১)। এই তিনটি উইকেটই তুলে নেন সেই রবি বিশনোই। তারপর শামীম হোসেনকে নিয়ে এগিয়ে যাওয়া চেষ্টা করেছেন অধিনায়ক আকবর আলী। ৭ রানে সুশান্ত মিশ্রর বলে ক্যাচ আউটে ফেরেন শামীম। বলহাতে দুর্দান্ত অভিষেক একই বোলারের দ্বিতীয় শিকারে পরিনত হন। অথচ বিদায়ের এক বল আগেই পেয়েছিলেন জীবন। কাজে লাগালেন কই? এরপর অধিনায়কের সঙ্গী হন রিটায়ার্ড হার্ট থেকে ফেরা ইমন। ৪১ রানের চমৎকার একটি জুটি ভেঙে যায় বাঁহাতি ওপেনারের বিদায়ে। জাসওয়ালের বলে ক্যাচ আউট হওয়ার আগে ৪৭ রান করেন ইমন। ৪১ ওভারে বাংলাদেশের সংগ্রহ তখন ৭ উইকেটে ১৬৩। এরপরই বৃষ্টি। নতুন টার্গেট দাঁড়ায় ৪৬ ওভারে ১৭০ রান। আবার ব্যাটিংয়ে নামার পর ৩০ বলে প্রয়োজন ছিল ৭ রান। সেই রান তাড়া করতে ৭ বলের বেশি সময় নেয়নি ৪৩ রানে অপরাজিত থাকা আকবর। বিশনোই সর্বোচ্চ ৪টি উইকেট নেন। এছাড়া মিশ্র নেন দুটি উইকেট। একটি উইকেট নিয়েছেন জাসওয়াল।

এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। সতর্ক শুরু করে গতবারের চ্যাম্পিয়নরা। সপ্তম ওভারে গত ম্যাচের সেঞ্চুরিয়ান দিব্যাংশ সাক্সেনাকে (২) ফেরান অভিষেক দাস। ব্যাকওয়ার্ড পয়েন্টে ভারতীয় ওপেনারের ক্যাচ নেন মাহমুদুল হাসান জয়। এরপর জাসওয়াল ও তিলক ভার্মার ৯৪ রানের শক্ত জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। অধিনায়ক প্রিয়ম গর্গও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। উইকেটটি নেন রাকিবুল হাসান।
ভারতকে অল্প রানে আটকে রাখতে বড় ভ‚মিকা শরিফুলের। ৪০তম ওভারের পঞ্চম বলে ৮৮ রান করা জাসওয়ালকে ও পরের বলে সিদ্ধেশ বীরকেও এলবিডব্লিউ করেন বাঁহাতি পেসার। এই ধাক্কায় ভেঙে পড়ে ভারতের ব্যাটিং অর্ডার। টানা দুই ওভারে হয় দুটি রান আউট। এর রেশ কাটতে না কাটতেই পরের ওভারের প্রথম ও শেষ বলে দুটি উইকেট নেন অভিষেক। বোল্ড হন আনকোলেকার (৩)। কার্তিক ত্যাগী রানের খাতা না খুলে আকবরের গ্লাভসে ধরা পড়েন। উইকেট হারানোর মিছিল কিছুক্ষণের জন্য থেমেছিল আকাশ সিংয়ের সঙ্গে সুশান্ত মিশ্রের জুটিতে। অবশ্য ৫ রানের বেশি তারা যোগ করতে পারেননি। ৪৮তম ওভারে সাকিবের দ্বিতীয় বলে ডিপ থার্ড ম্যানে সুশান্তের (৩) দারুণ ক্যাচ ধরেন শরিফুল। তাতে ২০০ রানের অনেক আগেই গুটিয়ে যায় চারবারের চ্যাম্পিয়ন ভারত। বাংলাদেশের পক্ষে অভিষেক সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি করে পান সাকিব ও শরিফুল।
সা¤প্রতিক অতীত বিবেচনায় অন‚র্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল বাংলাদেশের জন্য ছিল প্রতিশোধের মঞ্চও। গত বছরে ভারতের কাছে দুটি ফাইনাল হেরেছে বাংলাদেশ। একটি শ্রীলংকায় অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে, আরেকটি ইংল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টে। এর আগের বছর এশিয়া কাপের সেমিতেও প্রতিবেশী দেশটির কাছে হেরেছিল বাংলাদেশ।

এবারের আসরে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করা, এরপর দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো সেমি। ধারা ধরে রেখে সেমিতে নিউজিল্যান্ডকে ২১১ রানে আটকে অভিজ্ঞতার স্ম্ফুরণে ৬ উইকেটে ফাইনাল নিশ্চিতকরণ। ফাইনালে ওঠার পথে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি, কোয়ার্টারে তানজিম হাসান তামিম, তৌহিদ হৃদয় ও শাহাদাত হোসেনের ফিফটি, টুর্নামেন্টজুড়ে বাঁহাতি স্পিনে রাকিবুল হাসানের হ্যাটট্রিক ও ইনিংসে ৫ উইকেটের মতো সাফল্য, বাঁহাতি পেসে শরীফুল ইসলাম ও তানজিদ হাসান সাকিবের নিয়মিত ব্রেক থ্রু আর সর্বোপরি ধারাবাহিক উজ্জীবিত ফিল্ডিং। সব ধারাবাহিকতা ধরে রেখে এবারতো বিশ্ব জয়ই করে ফেলল যুবারা। এবার পালা বড়দের।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৪ এএম says : 1
    অভিনন্দন লাল পোলাপ সুভেচছা বীর নওজোয়ান বাংলা মায়ের সোনার সন্তানদের। অভিনন্দন ক্রিকেট বোর্ড কর্ম কর্তাব্যক্তিদের। এই বিজয় সমগ্র জাতির। এই বিজয় বাংলা মায়ের গর্বিত জননী ক্রিকেট অনুরাগী মাননীয় প্রধান মন্ত্রীর। গত ৭ তারিখ আপনাদের মতামতের কলমে লিখে ছিলাম শতভাগ বাংলাদেশ চ‍্যাম্পিয়ান হবেই। বাংলা দেশের ক্রিকেটের ইতিহাসে সোনালী যুগের সুভ সুচনা হলো। আমরা ক্রিকেট বিশ্বের যুব পরাশক্তি। বিশ্ব বরন‍্য ক্রিকেটের রাজপুত্র সাকিব আল হাসানের হাতে বিশ্ব কাপ ট্রফি আগামী আসবে। ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply
  • Mohammed Ibrahim Kawsar ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১:০২ এএম says : 0
    Alhamdulillah, Now we are World Champion. Congratulations Bangladesh Young Tigers.
    Total Reply(0) Reply
  • Mohammed Ahad ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১:০৩ এএম says : 0
    Congratulations BD, Congrats under-19 cricket team.
    Total Reply(0) Reply
  • Ananta Paul ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১:০৪ এএম says : 0
    Congratulation Team Tigers U19,,,You open new victory door for Bangladesh,,,You are real hero,,,salute Tigers U19,
    Total Reply(0) Reply
  • Jashim Uddin ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১:০৪ এএম says : 0
    এমন একটা দিনের জন্য কতদিনের অপেক্ষা! কত বছরের অপেক্ষা! কত বিনিদ্র রাত্রি যাপন। হোক না, ছোটদের, তবু তো একটা বিশ্বকাপ জয়। একটা বিশ্বকাপ বিজয়! একটা বিশ্বকাপ!!! বাংলাদেশের বিশ্বকাপ! জয় বাংলা! #ICC #U19WC2020
    Total Reply(0) Reply
  • Rï Røñy Møllãh ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১:০৪ এএম says : 0
    অভিনন্দন বাংলার অনুর্দ্ধ ১৯ বাংলার যুব টাইগারেরা । ইন্ডিয়াকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপ জিতেছে আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্ প্রতিপক্ষ ইন্ডিয়াকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ
    Total Reply(0) Reply
  • Fazlul Hoda ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১:০৪ এএম says : 0
    গত বিশ্বকাপের অপমানের প্রতিশোধ হাড়ে হাড়ে বুঝিয়ে দিল ক্ষুদে টাইগাররা ।
    Total Reply(0) Reply
  • Arman Siddiki ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১:০৫ এএম says : 0
    এই বার ধোনি থেকে গরিব পর্যন্ত,, রায়না থেকে চায়না পর্যন্ত,, বিরাট থেকে ক্ষুদ্র পর্যন্ত,, যাদব থেকে বেয়াদব পর্যন্ত,, ধাওয়ান থেকে দারোয়ান পর্যন্ত,, শর্মা থেকে বার্মা পর্যন্ত,, কেউ টাইগারের থাবা থেকে অসৎ ছোট ভাইগুলোকে উদ্ধার করতে পারলো না। অবশেষে, আইসিসি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিতলো বাংলাদেশ **** " ঈদ মোবারক ঈদ"
    Total Reply(0) Reply
  • Nazrul Islam Bablu ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১:১০ এএম says : 0
    একজন খেলোয়ার আর একজন খেলোয়ারের আনান্দ অনুভান বুঝতে পারে,অভিনন্দন আমার ছোট বন্দুদের।
    Total Reply(0) Reply
  • Istiak Ahmed Tonmoy ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১:১০ এএম says : 0
    II অভিনন্দন বাংলাদেশি টিমকে। কোনদেশকে হারিয়েছে এটা ব্যাপার না। তবে জাতীয় টিম এবং মহিলা টিমদের কিছু শিক্ষার প্রয়োজন আছে অন্তত আন্ডার ১৯এর কাছ থেকে। আর বাংলাদেশর সরকার এদের উপর আরো যত্নশীল হওয়ার জন্য অনুরোধ করছি।
    Total Reply(0) Reply
  • habib ১০ ফেব্রুয়ারি, ২০২০, ৯:৫১ এএম says : 0
    মাশাল্লাহ বাংলাদেশ U-19। তোমাকে অভিনন্দন।
    Total Reply(0) Reply
  • ** হতদরিদ্র দীনমজুর কহে ** ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১০:০১ এএম says : 0
    সব আনন্দ সব বিষন্নতার ভাগিদার দেশের সবাই।তাই ভারতের মত দেশকে হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে আমাদের হীরকখন্ড ছেলেরা ।তাই আমরা দেশবাসি গর্ভিত।যারা এ সুনাম এনে দিয়েছে তাদের প্রতি স্নেহাশীষ ।রাষ্টীয় কোষাগাড় থেকে পুরুস্কূত করার দাবী রইলো।
    Total Reply(0) Reply
  • Mohamed Huda ১০ ফেব্রুয়ারি, ২০২০, ৫:২৯ পিএম says : 0
    government of Bangladesh was bisso chaimpion 7 year ago for voteing system so this is too late
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ