নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইতিহাস গড়ে আইসিসি'র অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল বাংলাদেশ। ভারতের দম্ভ চূর্ণ করে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করায় অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসছেন টাইগার যুবারা। ক্রিকেটভক্তদের প্রাণঢালা অভিনন্দন ও ভালোবাসায় সিক্ত অনূর্ধ্ব-১৯ দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের আনন্দের যেন বন্যা বইছে।
রবিবার আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারতকে বৃষ্টি আইনে তিন উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ক্রীড়াক্ষেত্রে যেকোনো ধরনের বিশ্বকাপে এটি বাংলাদেশের প্রথম শিরোপা। বিশ্বকাপজয়ী দল হিসাবে ইতিহাসের পাতায় উঠে গেল বাংলাদেশের নাম।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক টাইগার যুবাদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘‘অনূর্ধ-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের যুবা টাইগারদের আন্তরিক অভিনন্দন।’’
মো. মাহামুদুল হাসান তুশার লিখেছেন, ‘‘বাংলাদেশ জাতীয় দলকে যদি ইন্ডিয়ার এই যুবাদের বিপক্ষে নামিয়ে দেয়া হত তাহলে তারা লাস্টে গিয়ে ২ রানে ম্যাচ হারত। জাতীয় দল তো কিছুই করতে পারল না। আজীবন শুধু ভুল থেকেই শিক্ষা নিয়ে গেল। অভিনন্দন বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলকে।’’
মোহাম্মাদ ওয়াসিদ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘‘অনেকদিন পরে ক্রিকেট খেলা দেখেছি খুব ভালো লাগলো। অভিনন্দন তরুণ যুবাদের। ভারতের বলার লেগস্পিনার রভি বিশ্নয় বারবার যখন এলোমেলো ভাবে আউটের আবেদন করতে থাকেন তখন আম্পায়ারদের প্রত্যেকটা সিদ্ধান্ত ছিলো অত্যন্ত প্রশংসনীয়। অসংখ্য ধন্যবাদ আদ্রিয়ান হল্ডস্টক এবং স্যাম নেগস্কি। ভারতের সাথে বিশ্বকাপের ফাইনালে জয় নিশ্চই অনেক আনন্দের।’’
জাহেদ হোসেন লিখেছেন, ‘‘অনেক অনেক দিন পর বাংলাদেশকে তার প্রাপ্য জয়টা ছিনিয়ে আনতে দেখে পরানটা জুড়িয়ে গেল!’’
শিমুল দাস লিখেছেন, ‘‘অবশেষে মোড়লদের নাকানিচুবানি দিয়া বিশ্বকাপ নিয়ে আসলো আমাদের যুবারা...অভিনন্দন বাংলাদেশ টিম কে।’’
‘‘তোমরা বড় হয়ে ভারতকে হারিয়েই যেন বড় কাপটাও জিততে পার।অভিনন্দন আকবর বাহিনী’’ লিখেছেন নজরুল ইসলাম।
সাইফুল ইসলাম মাসুম লিখেছেন, ‘‘যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রিয় মাতৃভূমিতে আরেকবার স্বাধীনতার স্বাদ পেলাম।’’
কামরুল হাসান লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ, প্রথমবারের মত বিশ্বকাপের স্বাদ পেলাম। সবার কাছে অনুরোধ, অন্তত একবার আলহামদুলিল্লাহ বলুন।’’
নবী রুপক লিখেছেন, ‘‘মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া.. অভিনন্দন অনুর্ধ্ব ১৯.....আজ তোমাদের জন্য দেশ ও জাতি গৌরবান্বিত বাঙালির আজ আনন্দের দিন।’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।