Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

লোহাগাড়ায় ডাকাত অভিযোগে আটক

লোহাগাড়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

গভীর রাতে ডাকাত অভিযোগে এক যুবককে আটক করার খবর পাওয়া গেছে। গত শনিবার দিনগত গভীর রাতে লোহাগাড়ায় পদুয়া মাদরাসা গেট থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে একটি সিএনজি, ধারালো ছুরি, চাপাতিসহ বেশকিছু সরঞ্জাম উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
আটককৃত মোহাম্মদ খোরশেদ আলম (২৫) বান্দরবান পৌরসভার কালাঘাটার বড়ুয়ারটেক এলাকার বদিউল আলমের পুত্র ।
জানা যায়, লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ’র নেতৃত্বে পুলিশ পরির্দশক (তদন্ত) রাশেদুল ইসলাম, এসআই আবদুল হক, এস আই অজয় দেব শীলসহ একটি পুলিশি টিম ওই স্থানে অবস্থান নেয়। এ সময় খোরশেদ ও তার সঙ্গে থাকা অন্যরা মেহের আলী মুন্সী পাড়ার দিকে রওনা দিলে পুলিশ সিএনজি থামার সংকেত দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে গেলেও ধাওয়া করে খোরশেদকে আটক করে পুলিশ।
লোহাগাড়া থানার ওসি বলেন, আটককৃতের বিরুদ্ধে মামলা হয়েছে। তার সঙ্গে থাকা অন্যদের আটকের জন্য অভিযান চলছে। আটককৃত খোরশদ আলমকে আদলতে প্রেরণ করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ