Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈষম্যমূলক ও বিভক্তি সৃষ্টিকারী সিএএ অবিলম্বে বাতিল করুন : গোয়ার আর্চবিশপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২০, ২:১২ পিএম

ভারতে সম্প্রতি পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী আইনকে (সিএএ) বৈষম্যমুলক ও বিভক্তি সৃষ্টিকারী হিসেবে অভিহিত করে তা অবিলম্বে বাতিল করার দাবি জানিয়েছেন গোয়া’র আর্চবিপশ রেভারেন্ড ফিলিপ নেরি ফেরাও। তিনি অবিলম্বে, শর্তহীনভাবে সিএএ বাতিল করার জন্য আহ্বান জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি। বিরোধী মতের অধিকারকে বাতিল করে দেয়ার বিষয় বন্ধ করারও আহ্বান জানিয়েছেন তিনি। শুধু সিএএ নয়, একই সঙ্গে দেশজুড়ে প্রস্তাবিত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর) বাস্তবায়ন না করতে সরকারের প্রতি অনুরোধ করেছেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
গোয়া চার্চের শাখা ডিওসেসান সেন্টার ফর সোশ্যাল কমিউনিকেশনস মিডিয়া শনিবার এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, গোয়ার আর্চবিশপ ও ক্যাথোলিক সম্প্রদায় ভারতের লাখ লাখ মানুষের কণ্ঠস্বর শোনার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এক্ষেত্রে ভিন্ন মতাবলম্বীদের অধিকারকে বাতিল করা এই আইনকে বন্ধ করতে বলা হয়েছে।
চার্চের ওই বিবৃতিতে বলা হয়, সিএএ, এনআরসি এবং এনপিআর বিভক্তি সৃষ্টিকারী ও বৈষম্যমুলক। এই বিষয়গুলো বহু সংস্কৃতির সমাজে অবশ্যই নেতিবাচক ও ক্ষতিকর প্রভাব ফেলবে।
উদ্বেগ রয়েছে যে, এনআরসি এবং এনপিআরের ফলে সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়, বিশেষ করে দলিত, আদিবাসী, অভিবাসী শ্রমিক, যাযাবর সম্প্রদায় এবং অগণিত অনিবন্ধিত জনগণ সরাসরি শিকারে পরিণত হবে। এসব মানুষকে যোগ্য নাগরিক এবং কমপক্ষে ৭০ বছরের বেশি সময় ভোটার হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। ফলে এসব মানুষ আকস্মিকভাবে রাষ্ট্রহীন হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বেন এবং তাদেরকে রাখা হবে বন্দি শিবিরে। উল্লেখ্য, সিএএ, এনআরসি এবং এনপিআরকে কেন্দ্র করে ভারতজুড়ে এমনকি বিদেশেও ব্যাপক ভিন্নমত ও প্রতিবাদ বিক্ষোভ দেখা দিয়েছে। সিএএ, এনআরসি ও এনপিআরে পদ্ধতিগতভাবে মূল্যবোধ, মৌলিক নীতি ও অধিকারের প্রতি ক্ষতিগ্রস্ত হবে, যা সংবিধানে সব নাগরিককে গ্যারান্টি দিয়েছে।
চার্চের ওই বিবৃতিতে বলা হয়, শীর্ষ স্থানীয় বোদ্ধা ও আইনি ব্যক্তিরা সহ সুপরিচিত নাগরিকরা এসব ইস্যুর বিষয়ে গবেষণা করে তারা এর বিরুদ্ধে দ্ব্যর্থহীনভাবে অবস্থান নিয়ে এর বিরোধিতা করছেন। এ নিয়ে গোয়াতেও বেশ বিক্ষোভ হয়েছে। এতে অংশ নিয়েছেন বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ। চার্চের ওই বিবৃতিতে বলা হয়, ভারতের খ্রিস্টানরা সব সময়ই সাম্প্রদায়িক শান্তি ও পারস্পরিক ভালবাসার প্রতি বিশ্বাস করে। তারা সংবিধানে উল্লেখিত আদর্শ ন্যায়বিচার, স্বাধীনতা, সমতা ও সহমর্মিতার প্রতি গভীরভাবে প্রতিশ্রæতিশীল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ