বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুরের নেছারাবাদের দৈয়ারী ইউনিয়নের খাড়াবাঘ গ্রামে ৫৫ বছরের এক ব্যক্তির ধর্ষণের শিকার হয়েছে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী। গত শুক্রবার বিকেলের ওই ঘটনায় গুরুতর অসুস্থ শিশুটিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। র্যাব অভিযুক্ত বৃদ্ধ আশরাফ আলীকে গ্রেফতার করেছে। দিনমজুর বাবা-মায়ের সন্তান শিশুটি স্থানীয় খাড়াবাঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
শিশুটির মামা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মুদি দোকানি আশরাফ শিশুটিকে ফুসলিয়ে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। আশরাফ আলীর পরিবারের সদস্যরা অন্যত্র বেড়াতে যাওয়ার সুযোগে এ ঘটনা ঘটিয়েছে। সন্ধ্যায় শিশুটির মা বাড়িতে ফিরলে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে সে আশরাফ আলী কর্তৃক নির্যাতনের কথা জানায়। শিশুটিকে প্রথমে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আশরাফুল ইসলাম জানান, ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গাইনি ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে।
এদিকে শিশুটি ধর্ষিত হয়নি, ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাইনুল হাসান। এ ঘটনায় শিশুটির বাবা আশরাফ আলীকে আসামি করে নেছারাবাদ থানায় মামলা দায়েরের পর র্যাব-৮ তাকে গ্রেফতার করেছে। গতকাল দুপুরে আশরাফ আলীকে উপজেলা সদর থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আশরাফ আলীকে থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব জানায়।
আমাদের নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, নেছারাবাদের বালিহারী গ্রামের ৬ষ্ঠ শ্রেণির (১৪) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মামুন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে ধর্ষিতার মা বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন।
জানা গেছে, বালিহারী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে প্রতিবেশী মামুন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরিবারের দাবি ধর্ষিতা ৭ মাসের অন্তঃসত্ত¡া। ধর্ষক মামুন বৈঠাকাটা এলাকার ফারুকের পুত্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।