Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানুষকে বাঁচাতে হাত বাড়াল!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

বনাঞ্চলের কর্দমাক্ত নদী। সেই নদীতে বুক পর্যন্ত পানিতে নিমজ্জিত এক ব্যক্তি। তার সামনে ঝোঁপে দাঁড়িয়ে একটি ওরাংওটাং। ওই ব্যক্তি নদীতে আটকা পড়েছেন ভেবে তাকে বাঁচানোর জন্য সামনে ঝুঁকে হাত বাঁড়িয়ে দিয়েছে সেই ওরাংওটাং। এমনি একটি অবিশ্বাস্য মুহুর্তের ছবি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।
মানুষকে বাঁচাতে বন্যপ্রাণি ওরাংওটাংয়ের এভাবে এগিয়ে আসার ঘটনাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার বোর্নিও দ্বীপের একটি সংরক্ষিত বনাঞ্চলের। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়া অনীল প্রভাকর নামে এক ব্যক্তির ক্যামেরায় ধরা পড়েছে এই হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্তটি।

এমন দারুণ মুহূর্তটি প্রত্যক্ষ করার পর অনীল প্রভাকর খোঁজ নিয়ে জানতে পারেন, ওই ব্যক্তি বোর্নিও ওরাংওটাং সারভাইভাল ফাউন্ডেশনের কর্মী। ওই ফাউন্ডেশনেরই নির্দেশনায় নদীর একটি অংশ পরিচ্ছন্ন করতে পানিতে নেমেছিলেন তিনি। গত বৃহস্পতিবার সেই ফাউন্ডেশনও তাদের ফেসবুক পেজে শেয়ার দিয়েছে ছবিটি।
প্রভাকরের সঙ্গে কথা বলে জানা গেছে, ওরাংওটাং সাহায্যের হাত বাড়ালেও ওই ব্যক্তি সাড়া দেননি। সেটি বন্যপ্রাণি ছিল বিধায় অচেনা আচরণের ঝুঁকি বিবেচনায় তিনি সাড়া না দেয়ার সিদ্ধান্ত নেন।

প্রভাকর বলেন, নদীতে নেমে আবর্জনা পরিষ্কার করার সময় তাকে দেখছিল ওরাংওটাংটি। তিনি যখন উঠতে যাবেন, তার আগে দেখা যায়, সেই বন্যপ্রাণিটি তার খুব কাছে এসে একেবারে ঝুঁঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তবে এতে সাড়া না দিয়ে ওই বনকর্মী অন্য প্রান্ত দিয়ে ওপরে উঠে যান।
ছবিটি ফেসবুকে পোস্ট হতেই অনলাইনে ছড়িয়ে পড়ে। অনেকে পোস্টটি শেয়ার দিয়ে ওরাংওটাংয়ের সাহায্য করার মানসিকতার প্রশংসা করেন। অনেকে বলেন, সাহায্য করার মানসিকতার দিক থেকে অন্তত মানুষের চেয়ে অগ্রগামী ওরাংওটাং। সূত্র : ডেইলি মেইল।



 

Show all comments
  • salman ৯ ফেব্রুয়ারি, ২০২০, ৮:৪৩ এএম says : 0
    LOK ti sothik Siddhanto e neyee sen. Ona k Meray o felte parto, karon ora WILD
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানুষ

২৭ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ