Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২১ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার, গ্রেফতার ৯

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

নিখোঁজের ২১দিন পর ব্যবসায়ী হেলাল উদ্দিনের লাশ নিজ গ্রাম রাধাবল্লভপুরের পুরাতন টয়লটের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ। ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল গত শুক্রবার দিনগত রাত ২টার দিকে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাধাবল্লভপুর গ্রামের মো. হাসিম উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৩৫) গত ১৮ জানুয়ারি ব্যবসার কাজে উচাখিলা বাজারে যান এবং ওই দিন আর হেলাল উদ্দিন বাড়ি ফেরেননি। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাওয়া যায়নি।
জড়িত থাকার অভিযোগে আক্কাছ ওরফে আকাশ (১৮), কাঞ্চন মিয়া (১৮), রিপন আচার্য্য (২৮), মো. ফারুখ মিয়া (১৯), খায়রুল ইসলাম (১৪), রুবেল মিয়া (২৫) এনামুল মিয়া (১৭), আবদুল হামিদ (১৮) কে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যমতে সিলেট থেকে উত্তম (২২) নামে এক যুবককে গ্রেফতার করে গত শুক্রবার রাত ঈশ্বরগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ।
এ সময় উত্তমের দেয়া স্বীকারোক্তি মতে রাধাবল্লভপুর গ্রামের কামরুল ইসলামের বাড়ির পিছনের পরিত্ত্যক্ত টয়লেট থেকে হেলাল উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। পরে গতকাল শনিবার সকালে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যালের মর্গে পাঠানো হয়। ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান বলেন, লাশ ময়মনাতদন্তের জন্য ময়মনসিংহ মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ