বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের রাউজানে গলাকেটে একে এম নুরুল আজম (৭০) নামে এক বৃদ্ধ মুক্তিযুদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে হাড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রকাশ্যে কিরিচ দিয়ে শিরশ্ছেদ করে সড়কের পাশে অনাবাদি জমিতে ফেলে পালিয়ে যায় ঘাতকরা।
স্থানীয়রা জানান, নিহত একেএম নুরুল আজম হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের গুড়ামিয়া চৌধুরী বাড়ির বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে রাউজানে একটি স্টেশনারি দোকানে কাজ করতেন। নুরুল আজমকে হত্যা করতে দেখেছেন স্থানীয় একজন। নিরাপত্তার জন্য প্রত্যক্ষদর্শীকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে বলে জানাগেছে।
এদিকে ঘটনার পর দুপুরে পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা গিয়ে পুরো এলাকা ক্রাইম সিন দিয়ে ঘিরে রাখেন। ঘটনাস্থলে পিবিআই, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ও রাউজান রাঙ্গুনিয়া সার্কেলের পুলিশ সুপারসহ (এএসপি) থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শণ করেন।
উরকিরচর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ সেলিম বলেন, ‘মানুষটা খুব সহজ-সরল, দেশপ্রেমিকও বইপ্রেমিক ছিলেন। এ কারণে বাড়ি ছেড়ে প্রায় ১৫ বছর ধরে এখানে বইয়ের দোকান খুলে সেখানেই থাকতেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি যুদ্ধের সময়ের গল্প শোনাতেন।’
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে পুলিশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।