প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ভারতীয় সেনাবাহিনীতে মহিলারা কমান্ডার হতে পারেন না, সুপ্রিম কোর্টে সরকারের পক্ষ থেকে এই বক্তব্য দেয়ার পরেই সেলেব্রিটি মহলে উঠেছে নিন্দের ঝড়। অভিনেত্রী শ্রদ্ধা কাপুর লিখেছেন, ‘একজন মহিলার ভূমিকা কী হওয়া উচিত, সেটা কেউ নির্ধারণ করে দিতে পারেন না।’ ‘থাপ্পড়’-এর প্রচারের ফাঁকেই ইনস্টাগ্রামে সরকারের এই মন্তব্যের সমালোচনা করে পোস্ট দিয়েছেন তাপসী পান্নু। ভারতীয় মহিলাদের সম্পর্কে তাপসী লিখেছেন, ‘আমরা তাকে পুজো করতে পারি। তাকে ভালবাসতে পারি। তার অপমান করতে পারি। কিন্তু তার কাছ থেকে নির্দেশ নিতে পারি না।’
প্রতিবাদে শামিল পরিচালক সুজিত সরকারও। নৌসেনা, বিমানবাহিনী এবং সেনাবাহিনীর অন্য অফিসারদের উদ্দেশে বলেছেন, ‘যদি মহিলাদের সম মর্যাদার মনে করেন, তবে তাদের নির্দেশ দেয়ারও অধিকার দেয়া হোক।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।