বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের খালেরমূখ বিট ও কর্ণফুলী সদর বিটে বনদস্যুদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, খালেরমুখ বিট এলাকা ও সদর বিটে বিভিন্ন সময়ে বনদস্যুরা হানা দিয়ে গাছ কর্তন করার চেষ্টা করে থাকে। বনরক্ষীরা ঝুঁকি নিয়ে রাতে-কিংবা দিনে বন পাহাড়া দেয়। অনেক সময় বনদস্যুরা বন বিভাগের লোকদের প্রাণনাশের হুমকিসহ নানাধরনের ভয়ভীতি দেখায়। এদিকে বন বিভাগের লোকজন সবকিছু উপেক্ষা করে বন পাহাড়া দিয়ে রক্ষার চেষ্টা চালায়। কাপ্তাই খালেরমুখ বিট কর্মকর্তা মনিরুল ইসলাম আনসারী জানান, হরিণছড়া নামক সেগুন বাগানে স্টাফসহ রাতে টহল দেয়ার সময় গাছ কর্তন অবস্থায় ৩ বনদস্যুকে তিন রাউন্ড ফাঁকাগুলি চালিয়ে পিছু ধাওয়া করে আটক করা হয়। বিট কর্মকর্তা আরো জানান, এরা আমাদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেয় এবং ভয়ভীতি দেখায়। আমাদের প্রাণে মেরে ফেলবে এমন হুমকি দেয়। আটক বনদস্যুদের নিকট হতে ৮৫ ঘনফুট কাঠ ও গাছ কর্তনের করাত জব্দ করা হয়। গত বছর আরো ২ বনদস্যুকে আটক করা হয়। আটক বনদস্যুদের বিরুদ্ধে রাঙ্গামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়। এদিকে কর্ণফুলী সদর বিট কর্মকর্তা মো. শাহিন মিয়া বলেন, রেঞ্জ কর্মকর্তা গঙ্গা প্রসাদ চাকমার নির্দেশ মোতাবেক আমরা সদর বিট এলাকায় রাতে-কিংবা দিনে পাহাড়া দিয়ে চলছি। মাঝে মধ্যে বনদস্যুর উৎপাত দেখা দিলে তাৎক্ষনিক বনরক্ষীদের নিয়ে প্রতিহত করার চেষ্টা করছি। তবে এত বিশাল এরিয়া কয়েকজন বনরক্ষী দিয়ে বনরক্ষা করা কঠিন বলে উল্লেখ করেন। স্টাফ আরো বৃদ্ধি করা বলে মন্তব্য করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।