বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুন্দরবনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নান্নু মোল্লা (৪৭) নিহত হয়েছেন। এ সময় তিনটি পাইপগান, একটি থ্রিনটথ্রি বন্দুক, একটি একনলা বন্দুক ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি খালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব-৬ এর লে. কমান্ডার জাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনে অভিযানে গেলে বনদস্যুরা র্যাবের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলিবর্ষণ করে। এসময় র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে বনদস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে নান্নু মোল্লাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে শ্যামনগর হাসপাতালে পাঠালে সেখানেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে তিনটি পাইপগান, একটি থ্রি নট থ্রি বন্দুক, একটি একনলা বন্দুক ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।