Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরবনের নৌ-পুলিশের সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৮, ১০:৩৬ এএম

পূর্ব সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের শ্যালা নদীতে নৌ-পুলিশের সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু ছোট বাহিনীর সেকেন্ড ইন কমান্ডার ফরিদ নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবিরুল ইসলাম জানান, জেলে অপহরণের খবর শুনে শরনখোলা নৌ-পুলিশের একটি দল শ্যালা নদীতে অভিযান শুরু করে। এ সময়ে বনের ভিতরে লুকিয়ে থাকা বনদস্যুরা পুলিশের উপর গুলি বর্ষণ শুরু করে। একপর্যায়ে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধাঘণ্টা পর বনদস্যুরা সুন্দরবনের গহিনে পালিয়ে গেলে পুলিশ সুন্দরবনের ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। এক পর্যায়ে সুন্দরবনের ভিতরে এক বনদস্যুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। বনজীবী ও জেলেরা ওই গুলিবিদ্ধ বনদস্যুর লাশ বনদস্যু ছোট বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ফরিদ বলে সনাক্ত করে। লাশ উদ্ধার করে বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করা হবে বলে পুলিশ জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বনদস্যু

১ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ