Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৪ ঘণ্টায় ৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

বাড়ছে ইসরাইল-ফিলিস্তিন সহিংসতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ইসরাইলের বাহিনী ২৪ ঘণ্টায় চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। নিহতদের মধ্যে একজন কিশোর ও এক পুলিশ সদস্যও রয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন ফিলিস্তিনি। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত এ হত্যাকান্ডঘটে। শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর জানা যায়। সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার ফিলিস্তিনের পশ্চিম তীরে সেখানকার এক বাসিন্দার বাড়ি গুঁড়িয়ে দেয় ইসরাইলি বাহিনী। এর প্রতিবাদে বিক্ষোভ শুরু হলে আন্দোলনকারীদের ওপর গুলি চালায় ইসরাইলি সেনারা। এতে দু’জন নিহত হন। নিহতদের মধ্যে একজন ১৯ বছর বয়সী শিক্ষার্থী ইয়াজান আবু তাবেক, অপরজন ফিলিস্তিনের পুলিশ সদস্য তারেক বাদোয়ান। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশের পর আবার সংঘাতে লিপ্ত হয়েছে ইসরাইল-ফিলিস্তিন। দুপক্ষের মধ্যে সহিংসতা বাড়ছে। ট্রাম্পের পরিকল্পনা নিয়ে ফিলিস্তিনিদের ক্ষোভে উত্তপ্ত পশ্চিম তীরে ইসরাইলের সঙ্গে সংঘর্ষে এরই মধ্যে অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। বৃহস্পতিবার জেরুজালেমে এক হামলায় আহত হয়েছে ১৬ ইসরাইলি সেনা। ফিলিস্তিনিরা গাড়ি দিয়ে ওই হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরাইলের সশস্ত্র বাহিনী। তাছাড়া, শহরটিতে একটি গুলির ঘটনাতেও এক ইসরাইলি পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে তার শান্তি পরিকল্পনা প্রকাশের পর ছড়িয়ে পড়া অস্থিরতায় বুধবার পশ্চিম তীরের হেবরনে বিক্ষোভের সময় ইসরাইলের গুলিতে প্রথম ১৭ বছরের এক ফিলিস্তিনি নিহত হয়। এরপর পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি সেনার গুলিতে নিহত হয় ১৯ বছরের আরেক ফিলিস্তিনি। আহত হয় আরো ৭ ফিলিস্তিনি। ট্রাম্পের শান্তি পরিকল্পনাটি ইসরাইল ঘেঁষা।এ পরিকল্পনায় অধিকৃত অঞ্চলের ইহুদি বসতি বাদ দিয়ে এবং প্রায় পুরোপুরি ইসরাইলের নিয়ন্ত্রণের অধীনে একটি অসামরিক ফিলিস্তিন রাষ্ট্র গড়ার কথা বলা হয়েছে। ফিলিস্তিনিরাসহ আরব লিগ এবং ওআইসি এরই মধ্যে পরিকল্পনাটি প্রত্যাখ্যান করেছে। ইসরাইলের প্রতি পক্ষপাতদুষ্টতার অভিযোগে ফিলিস্তিনিরা ট্রাম্প প্রশাসনকে পরিহার করে চলছে। ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনাটি ফিলিস্তিনিদের দাবি এবং অধিকার মেটাতে সহায়ক নয় বলেই অভিযোগ তাদের। ট্রাম্পের মধ্যপ্রাচ্য চুক্তিটিকে বলা হচ্ছে ‘দ্য ডিল অব দ্য সেঞ্চুরি’। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা এ চুক্তি উত্তেজনা এবং সহিংসতা বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেন,“আমরা বারবার সতর্ক করে বলে আসছি, কোনোরকম চুক্তি যেটাতে ফিলিস্তিনিদেরকে ন‚ন্যতম অধিকারটাও দেওয়া হয়না এবং ন্যায়সঙ্গত, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা যার লক্ষ্য নয়- তা নিশ্চিতভাবেই উত্তেজনা তৈরি করবে, যা আজ আমরা দেখতে পাচ্ছি।” ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রকাশের পর গত কয়েকদিন থেকেই ইসরাইল-গাজা সীমান্ত পরিস্থিতি সহিংস হয়ে উঠেছে। গাজার কয়েকটি অবস্থানে ইসরাইল বিমান হামলাও চালিয়েছে। ফিলিস্তিনিরাও ইসরাইলে মর্টার ছুড়েছে। ফিলিস্তিনি মৃত্যুর ঘটনায় ইসরাইলকে দোষারোপ করে এর নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজার শাসকদল হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন,“ট্রাম্পের ধ্বংসাত্মক চুক্তির বিরুদ্ধে আমাদের জনগণ সক্রিয় প্রতিক্রিয়া দেখিয়েছে। পশ্চিম তীরে তাদের প্রতিরোধ এবং সংঘর্ষ ছড়িয়ে পড়ছে আর অধিকৃত জেরুজালেমের প্রাণকেন্দ্রেও তারা প্রতিরোধ গড়ে তুলেছে।” রয়টার্স, এএফপি।



 

Show all comments
  • সাইফ ৮ ফেব্রুয়ারি, ২০২০, ৯:১৪ এএম says : 0
    তারা তো ভারতের চেয়ে ও দুর্বল ভারত করেছে 5 জন বাঙালি হত্যা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ