প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত বছর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছিল চলচ্চিত্রের গুণী অভিনেত্রী সুজাতার লেখা বই শিমুলির ৭১। এবার তিনি প্রকাশ করছেন নিজের আত্মজীবনীমূলক গ্রন্থ। একজন সাধারণ নারী থেকে খ্যাতিমান নায়িকা হয়ে ওঠার কাহিনী লিখেছেন তার নতুন এক বইয়ে। লিখেছেন তার রূপবান হয়ে ওঠার গল্প। সুজাতা বলেন, নিজের আত্মজীবনী লিখে বেশ তৃপ্তি পেয়েছি। অনেক কথা বলার ছিল। না বলা সেই কথাগুলো অনেক যত্ন নিয়ে নিজের লিখেছি। অক্ষর প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হবে। অত্মজীবনীর পাশাপাশি উপন্যাস অনাকাক্সক্ষী উত্তরাধিকারী প্রকাশিত হবে পুঁথি নিলয় প্রকাশনী থেকে। চলচ্চিত্র বিষয়ক একটি বইও লিখছেন তিনি। এটিও এবারের গ্রন্থমেলায় প্রকাশ হবে বলে জানান। উল্লেখ্য, ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত লোককাহিনী নির্ভর চলচ্চিত্র রূপবানের নাম ভূমিকায় অভিনয় করেন সুজাতা। এটি পরিচালনা করেছিলেন সালাউদ্দিন। সিনেমাটি মুক্তি পাওয়ার পর ব্যাপক দর্শকপ্রিয়তা পায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।