Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বইমেলায় শিশুপ্রহর আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২৭ এএম

অমর একুশে বইমেলায় শিশুপ্রহর আজ। বইমেলা এলেই বই কেনার ধুম লাগে। শিশু-কিশোর থেকে আবাল বৃদ্ধা-বনিতা সকলে ভিড় করেন ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত অমর একুশে গ্রন্থমেলায়। হরেক রকমের বই মেলে গ্রন্থমেলায়। বড়দের পাশাপাশি গুরুত্ব দেয়া হয় শিশু-কিশোরদের পছন্দকেও। শিশু-কিশোরদের জন্য পৃথক প্রকাশনী রয়েছে।

মেলায়ও তাদের জন্য থাকে বিশেষ আকর্ষণ। আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি মেলার সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ-পূর্ব প্বার্শের অংশটিকে বরাবরের মতো এবারো শিশু চত্বরের জন্য নির্ধারণ করেছে। এখানে সব প্রকাশনাই শিশু-কিশোরদের উপযোগী বইয়ের স্টল দিয়েছে। চলতি বইমেলার ৫দিন পার হয়েছে। আজ ৬ষ্ঠ দিন মেলার প্রথম শিশুপ্রহর।

মেলার দ্বার খুলবে সকাল ১১টায়। চলবে বেলা ১টা পর্যন্ত। এরপর মেলাকে উন্মুক্ত করে দেয়া হবে সকলের জন্য। রাত ৯টা পর্যন্ত লেখক, প্রকাশক ও বইপ্রেমীদের মিলনমেলায় পরিণত হবে অমর একুশে গ্রন্থমেলা। শুক্রবার হওয়ায় মেলার ছুটির দিনও আজ। তাইতো এদিন মেলা জমবে বলে আশাবাদী প্রকাশকরা। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বইমেলা

১৭ মার্চ, ২০২২
২৬ ফেব্রুয়ারি, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২
১০ ফেব্রুয়ারি, ২০২২
৬ ফেব্রুয়ারি, ২০২২
১৭ মার্চ, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ