Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে একুশে বইমেলা শুরু ২৩ মার্চ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২১, ৯:৩৬ এএম | আপডেট : ৯:৫১ এএম, ৩ মার্চ, ২০২১

চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়োজনে একুশে বইমেলা এবার মহামারীর কারণে পিছিয়ে শুরু হবে ২৩ মার্চ। সংক্রমণ এড়াতে এবারের বইমেলা মাসব্যাপী নয়, হবে ১৫ দিনের। মঙ্গলবার চসিক কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের উদ্যোগে ২০১৯ সাল থেকে ভাষার মাস ফেব্রুয়ারিতে চট্টগ্রামে সম্মিলিত বইমেলা হচ্ছে। ২০২০ সালেও এই মেলা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে। চলতি বছর তা পিছিয়ে আয়োজন করা হচ্ছে।

আগের দু’বারের মতো এবারও বইমেলা হবে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম সংলগ্ন মাঠে।

সভায় সভাপতির বক্তব্যে সিটি মেয়র রেজাউল জানান, মেলা আয়োজক হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন শুধু পৃষ্ঠপোষকতা দেবে। যাবতীয় আয়োজন করবে চট্টগ্রামের সৃজনশীল প্রকাশনা পরিষদ ও মেলা কমিটি।

বুধবার সিটি করপোরেশনের টাইগার পাস কার্যালয়ে লেখক-প্রকাশকদের এক সভায় মেলা কমিটি পুনর্গঠন করা হবে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বইমেলা

১৭ মার্চ, ২০২২
২৬ ফেব্রুয়ারি, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২
১০ ফেব্রুয়ারি, ২০২২
৬ ফেব্রুয়ারি, ২০২২
১৭ মার্চ, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ