Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কাশ্মীর সংহতি দিবস পালিত নেপালে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে বুধবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে পাকিস্তান দ‚তাবাস ‘জম্মু-কাশ্মীর বিরোধ : অতীত ও বর্তমান’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। প্রতিবছর ৫ ফেব্রুয়ারি সারা বিশ্বে দিনটি পালন করে পাকিস্তান। ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের জনগণ ও তাদের আত্ম-নিয়ন্ত্রণ অধিকার আদায়ের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশের জন্য দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে পাকিস্তানের রাষ্ট্রদূত মাজহার জাভেদ কাশ্মীর বিরোধের সূত্রপাত থেকে শুরু করে কাশ্মীরি জনগণকে আত্মনিয়ন্ত্রণের অধিকার দিয়ে নিরাপত্তা কাউন্সিলে গ্রহণ করা প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরেন। তিনি ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ বাতিলের নিন্দা করেন। রাষ্ট্রদূত বলেন যে, জম্মু-কাশ্মীরের জনগণের ইচ্ছা অনুযায়ী কাশ্মীর বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অঞ্চলে শান্তি আসবে না। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ