Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরের ঘোড়াঘাটে ৪ বছরের শিশুকে অপহরণের পর হত্যা, ২ ভাইসহ ৫ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৪৯ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাটে ৪ বছরের শিশুকে অপহরণের পর হত্যা ঘটনায় দায়েরকৃত মামলায় ২ ভাইসহ ৫ জনকে ফাঁসি দিয়েছে আদালত।
আজ বুধবার বিকেলে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ এই রায় প্রদান করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলায় বাকী ৬ আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন- উপজেলার কাদিমনগর এলাকার এহিয়ার ছেলে জিল্লুর রহমান ও জুয়েল ইসলাম, মৃত: আব্দুর রাজ্জাকের ছেলে কামাল উদ্দিন, কামাল উদ্দিনের ছেলে মামুন রশিদ ওরফে মামুন ও ওয়াজেদ আলীর ছেলে ফেরদৌস আলী।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১১ নভেম্বর আসামীরা ৪ বছরের শিশু পর্শ সাহাকে বাড়ী পার্শ্বে দূর্গা মন্দিরের সামনে খেলাধুলা করার সময় কৌশলে ফুসলিয়ে অপহরন করে নিয়ে যায় উপজেলার কাদিমনগর এলাকার এহিয়ার ছেলে জিল্লুর রহমানসহ কয়েকজন। পরে শিশুকে না পেয়ে পরিবারের লোকজন খোজাখুজি করলে স্থানীয়রা অপহরনের বিষয়টি শিশুর পিতাকে অবহিত করে। এই ঘটনায় পর্শ সাহার পিতা ৮ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামী করে ঘোড়াঘাট থানায় একটি এজাহার দায়ের করেন। থানায় দায়িত্বরত কর্মকর্তা মামলাটি ২০০০ সালের (সংশোধিত) নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় মামলাটি রুজু করেন।
পরের দিন পুলিশ আসামী জিল্লুর রহমানকে আটক করলে তার স্বীকারোক্তি অনুযায়ী কবরস্থানে শিশুটির এক চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করে পুলিশ। ১০ লাখ টাকা মুক্তিপনের দাবিতে এই হত্যাকান্ড ঘটেছে বলে পরে নিহত শিশু পরশের বাবা জবানবন্দিতে উল্লেখ করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী ছিলেন সরকারী কৌসুলী মেহবুব হাসান চৌধুরী ও বিবাদীপক্ষের আইনজীবী ছিলেন এ্যাড. সাইফুল ইসলাম।



 

Show all comments
  • Eulalia Gorsuch ৫ ফেব্রুয়ারি, ২০২০, ৭:০৬ পিএম says : 0
    I savor, lead to I found exactly what I was taking a look for. You have ended my 4 day lengthy hunt! God Bless you man. Have a nice day. Bye
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ