Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আদালত অবমাননার অভিযোগে নিপুণকে জায়েদ খানের আইনি নোটিশ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

আদালত অবমাননার অভিযোগ এনে চিত্রনায়িকা নিপুণকে আইনি নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। গত ১৫ জানুয়ারি সংবাদ সম্মেলন করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ স¤পাদক হিসেবে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নিপুণ। এ প্রেক্ষিতে, জায়েদ খান তার আইনজীবী মো. আব্দুল কাইয়ুমের মাধ্যমে নোটিশ পাঠিয়েছেন। নোটিশে উল্লেখ করা হয়, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ স¤পাদক পদ নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছেন আপিল বিভাগ। তাতে ¯পষ্ট উল্লেখ আছে, আপাতত পদটি শূন্য থাকবে, যতদিন না আমার মক্কেলের (জায়েদ খান) করা রুলের নি®পত্তি হবে। কিন্তু তার আগেই নিপুণ নিজেকে সাধারণ স¤পাদক দাবি করে কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন, যা আদালত অবমাননার শামিল। নোটিশ প্রেরণকারী আইনজীবী মো. আব্দুল কাইয়ুম বলেন, আমরা মনে করেছি, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ স¤পাদক পদের ওপর গত ৯ ফেব্রæয়ারি আপিল বিভাগের চেম্বার আদালত যে স্থিতিবস্থা জারি করেছিলেন, নিপুণ আক্তার সে আদেশ ভঙ্গ করেছেন। তিনি গত ১৫ ফেব্রæয়ারি সংবাদ সম্মেলনে এসে যেভাবে বক্তব্য দিয়েছেন তা আদালত অবমাননার শামিল। তাই আদালত অবমাননা করে ওই পদে না বসার বিষয়ে তাকে সতর্ক করে নোটিশ প্রেরণ করেছি। এরপরও যদি তিনি ওই পদে বসেন তবে আমরা তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবো। জায়েদ খান বলেন, মহামান্য আদালত সর্বশেষ আদেশে বলেছেন, রুল নি®পত্তি না হওয়া পর্যন্ত পদটি ফাঁকা থাকবে। আর রুলের শুনানি হবে আগামী ২২ ফেব্রæয়ারি। তারপর নি®পত্তির বিষয় আসবে। তার আগেই নিপুণ বাইর থেকে লোক এনে পেশিশক্তির জোরে এগুলো করছেন। বিষয়টি অনেকটা চর দখলের মতো দেখাচ্ছে। আমি লজ্জায় বাইরে বের হতে পারি না। লোকে আমাদের কর্মকাÐ দেখে হাসছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আদালত অবমাননা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ