মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য মিচোয়াকানে বন্দুকধারীদের গুলিতে শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছে। গত সোমবার শেষ রাতে রাজ্যটির অ্যাটর্নি জেনারেল এক বিবৃতিতে বলেছেন, উরুয়াপানে গোলাগুলিতে ঘটনাস্থলেই আটজন নিহত হন। অপর একজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী দুজনের বয়স ১২ ও ১৩ বছর। নিহতদের মধ্যে ১৪, ১৭ ও ১৮ বছরের কিশোরও রয়েছে।
হামলার ধরন দেখে পুলিশ মনে করছে কাউকে টার্গেট করে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালালে গেমস খেলতে আসা শিশুরা নির্মম হত্যাকান্ডের শিকার হয়। হামলায় অন্তত দুজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বয়স ১৭ ও ১৮ বছর বয়সী দুজন কিশোরও রয়েছে।
মিচোয়াকান রাজ্যের উরুপান শহরে সহিংসতা বর্তমানে ব্যাপক আকার ধারণ করেছে। গত সপ্তাহে তদন্তকারীরা উরুপানে গোপনে দেয়া মাটিচাপা দেয়া ১১ জনের পচে যাওয়া মৃতদেহ উদ্ধার করে। নিখোঁজ এক ব্যক্তির মামলার তদন্ত করতে গিয়ে ওই লাশগুলোর খোঁজ পায়।
এদিকে এ হামলার কয়েক দিন আগে শুক্রবার উরুপানে বন্দুকধারীরা পৌর পুলিশের ওপর আক্রমণ করে, এতে ১ অফিসার নিহত ও ২ জন আহত হন।
শুক্রবার স্থানীয় মাফিয়া ‘ভায়াগ্রাস’ গ্যাং নেতাকে গ্রেফতার করায় প্রতিশোধ হিসেবে পুলিশের ওপর হামলা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে, যিনি ১৯টি খুনের সঙ্গে জড়িত ছিলেন।
গত বছর আগস্টে, জালিস্কো কার্টেলের বন্দুকধারীরা একটি ওভারপাসে ৯টি মরদেহ ঝুলিয়ে রেখেছিল। এ ছাড়া আরও সাতটি লাশ রাস্তায় ফেলে দেয়। একই সময় পাশের আরেকটি রাস্তায় আরও তিনটি লাশসহ মোট ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়।
গত বছর মেক্সিকোতে রেকর্ড সংখ্যক ৩৪ হাজার ৬০০ মানুষ নিহত হয়েছেন মাদক সংশ্লিষ্ট সহিংসতায়। সরকারের নিরাপত্তা ব্যবস্থা ও দোষীদের বিচার না হওয়াকে এই সহিংসতার জন্য দায়ী করে আসছেন সমালোচকরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।