Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে চান সউদী প্রিন্স মোহাম্মদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩০ এএম

শীত স্থানান্তরের দরজা বন্ধ হয়ে গেছে এবং প্রিমিয়ার লীগে প্রথমবারের মতো শীতের বিরতি শুরু হয়েছে, তবে ম্যানচেস্টার ইউনাইটেড এখনও রয়েছে শিরোনামে।
সান-এর তথ্য অনুযায়ী সউদী আরবের ট্রিলিয়নেয়ার প্রিন্স মোহাম্মদ বিন সালমান গ্ল্যাজার পরিবারের কাছ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড কেনার আগ্রহ নতুন করে জাগিয়ে তুলেছেন। গত মাসে বিন সালমান নিউক্যাসল ইউনাইটেডের সম্ভাব্য ক্রেতার দৌড়ে ছিলেন তিনি। ক্লাবটির নিয়ন্ত্রণ ত্যাগে ৩৪ কোটি পাউন্ড চাওয়া অ্যাশলে এখনও বলিষ্ঠ অফারের অপেক্ষায় রয়েছেন।
মোহাম্মদ বিন সালমানের নামটি গতকাল আবারও উঠে এসেছে। তিনি ১৮ মাস আগে ক্লাবটির জন্য গ্ল্যাজার দের প্রায় ৩.৫ বিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিলেন বলে গুজব। যদি গগ্ল্যাজার পরিবার সে সময় ক্লাবটি বিক্রি করতেন তবে পরিবারের বিশাল মুনাফা হত। তারা ২০০৫ সালের মে মাসে ইউনাইটেডকে ৭৯ কোটি পাউন্ডে কিনেছিলেন। তবে তাদের বিক্রিতে কোনও আগ্রহ ছিল না।
বোঝা যাচ্ছে যে, মোহাম্মদ বিন সালমান বিশ্ব ক্রীড়ায় অবদান রাখার জন্য প্রিমিয়ার লীগে অংশ নিতে চান এবং এখনও ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে থাকতে পছন্দ করেন, তবে দলের মালিকানা জটিল।
ম্যালকম গ্ল্যাজারের ছয় সন্তান শেয়ারের মালিকানায় ক্লাবটির নিয়ন্ত্রণ বজায় রেখেছে যা তাদের ভোটাধিকারের ৯৭ শতাংশেরও বেশি দেয়। গ্ল্যাজার পরিবারের সদস্যরা ২০১২ সালে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ইউনাইটেডের কিছু অংশ এবং উপলব্ধ শেয়ারেরও অংশ নিয়েছিল।
ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান শেয়ারের মূল্যমান ২.৫ বিলিয়ন পাউন্ডেরও বেশি। তবে গ্ল্যাজার পরিবার তাদের শাসনকালে ক্লাবটি থেকে ১ বিলিয়ন পাউন্ডেরও বেশি সরিয়ে নিয়েছেন যখন গত মওসুমে রেকর্ড ৫৯ কোটি পাউন্ড আয় আসে। সূত্র : নিউজ রিপাবলিক।

 



 

Show all comments
  • jack ali ৫ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৫১ এএম says : 0
    Allah didn't created us to play football.. but we can play only to built our strength to fight oppression's. This prince money belongs to muslim Ummah... he should spent all the money to help the poor muslim around the world. He took this life as a jest and gesture.....
    Total Reply(0) Reply
  • Anwar ৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৯ পিএম says : 0
    আমি কিনতে চাই না ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ