Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিওএ সভাপতি ও মহাসচিব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২০, ৭:৫১ পিএম | আপডেট : ৮:০০ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২০

ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। সোমবার গণভবনে এক সৌজন্য সাক্ষাৎকালে বিওএ সভাপতি ও মহাসচিব বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস আয়োজনের সার্বিক প্রস্তুতির বিষয়ে বিস্তারিত অবহিত করেন প্রধানমন্ত্রীকে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস সফলভাবে আয়োজনের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন বিওএ সভাপতি ও মহাসচিবকে। বঙ্গবন্ধু কন্যা গেমসটি সফলভাবে আয়োজনের জন্য বিওএ’কে সার্বিক সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে উপলক্ষে আগামী ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ঢাকায় বসছে বাংলাদেশ গেমসের নবম আসর। জাতির জনকের প্রতি সম্মান জানিয়ে বিওএ এবার এই গেমসের নামকরণ করেছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ