নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
করিম বেনজামার একমাত্র গোলে ডার্বি জিতলো রিয়াল মাদ্রিদ। পরশু সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে লা লিগায় বার্সেলোনাকে ৬ পয়েন্ট পেছনে ফেলে শীর্ষে তারা। একই দিনে ফরাসি লিগ ওয়ানে মন্টেপিলারকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। জার্মান বুরন্দসলিগায়ও প্রত্যাশিত জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে জিতেছে দলটি। এছাড়া গতকাল পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানোর জোড়া গোলে ফিওরেন্তিনাকে হারিয়ে ইতালিয়ান সিরি আ’তে জয়ে ফিরল শিরোপাধারী জুভেন্টাস। জুভেন্টাস স্টেডিয়ামে ৩-০ গোলে জেতা দলটি ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এক ম্যাচ কম খেলা ইন্টার মিলান ৬ পয়েন্ট কম নিয়ে আছে দুইয়ে।
প্রথমার্ধে মাদ্রিদের কোনও দল গোলের দেখা পায়নি। জিনেদিন জিদান বিরতিতে টনি ক্রুস ও ইসকোকে উঠিয়ে বদলি নামান ভিনিসিয়াস জুনিয়র ও লুকাস ভাসকেসকে। এরপরই বদলে যায় ম্যাচ। ভিনিসিয়ুসের বাড়ানো বলে বাঁদিকে বল পান ফারল্যান্ড মেন্ডি এবং তিনি ক্রস দেন বেনজামাকে। সহজেই জ্যান ওবলাককে পরাস্ত করে জালে বল জড়ান ফরাসি ফরোয়ার্ড। ফরাসি এই ফরোয়ার্ডের একমাত্র গোলে ২০১২ সালের পর লিগে প্রথমবার ঘরের মাঠে আতলেতিকোকে হারালো রিয়াল।
ঘটনাবহুল দিনে দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজিও। ৮ মিনিটে বাঁকানো শটে গোলের শুরুটা করেছেন সারাবিয়া। ৪১ মিনিটে ব্যবধান বাড়িয়ে নিয়েছেন ডি মারিয়া। তৃতীয় গোলটি অবশ্য প্রতিপক্ষের ভুলে। নিজেদের জালে বল পাঠিয়ে দিয়ে পিএসজির সুবিধাই করে দেন কনগ্রে। ৫৭ মিনিটে নিজের ৩৬তম গোলটি আদায় করে নেন এমবাপ্পে। ৬৫ মিনিটে পঞ্চম গোলটি করেন পিএসজি ফুলব্যাক কুরজাওয়া। এই জয়ে ১৩ পয়েন্ট লিড নিয়ে শীর্ষস্থান সুসংহত করেছে পিএসজি। ২২ ম্যাচে তাদের সংগ্রহ ৫৫ পয়েন্ট।
একই দিনে বুন্দেসলিগায় টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। মেইঞ্জকে ৩-১ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। রবের্ত লেভানদোভস্কির নৈপুণ্যে ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। আসরে এটি তার ২২তম গোল। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন টমাস মুলার। চার মিনিট পর দারুণ এক শটে ব্যবধান আরও বাড়ান থিয়াগো আলকান্তারা। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান কমায় মেইঞ্জ। এই জয়ে ১৯ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৪২।
আর গতকাল সিরি ‘আ’তে পেনাল্টি থেকেই জোড়া গোল করলেন রোনালদো। শেষ দিকে দিবালার কর্নারে হেডে জাল খুঁজে নেন ডি লিখট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।