নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন

‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী প্রাকৃতিক লীলাভূমি চট্টগ্রাম। এ গুরুত্বপূর্ণ শহরে পাহাড় ঘেরা পলোগ্রাউন্ড স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী বাংলাদেশ রেলওয়ের ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল থেকে শুরু হয়েছে। এবারের প্রতিযোগিতায় আটটি দল অংশ নিয়েছে। গতকাল প্রথম দিনে ১১টি ইভেন্ট সম্পন্ন হয়েছে। এতে লালমনিরহাট চারটি স্বর্ণ, দুটি রৌপ্য, দুটি ব্রোঞ্জ পেয়ে এগিয়ে রয়েছে। দুটি স্বর্ণ, একটি রৌপ্য, একটি ব্রোঞ্জ নিয়ে তাদের পেছনে রয়েছে হেড কোর্য়াটার (পশ্চিম)। প্রতিযোগিতার উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান। এসময় রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মঞ্জুর-উল-আলম চৌধুরী বক্তব্য রাখেন। আজ প্রতিযোগিতার সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোফাজ্জেল হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।