Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজেএমসির ৩৫তম কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

গত ২৬ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ডেমরাস্থ করিম জুট মিলস মাঠে অনুষ্ঠিত হয় বিজেএমসির ৩৫তম কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। উক্ত অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ শহিদ উল্লা খন্দকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক  বিজেএমসির চেয়ারম্যান মেজর জেনারেল হুমায়ুন খালেদ (অব.),  বিজেএমসির পরিচালকম-লী, সচিব, প্রকল্প প্রধানগণ, বিভিন্ন ইভেন্টের  টিম ম্যানেজার, প্রশিক্ষক, কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ৩টি অঞ্চলের (ঢাকা, চট্টগ্রাম ও খুলনা) প্রায় ৩৫০ জন ক্রীড়াবিদ মোট ৫০টি ইভেন্টে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি সবাইকে আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানান। তিনি বলেন, অল্প সময়ে এ আয়োজন প্রমাণ করে বিজেএমসির টিম অনেক শক্তিশালী ও সংগঠিত। ভবিষ্যতে এ অর্জন ধরে রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। - বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেএমসির ৩৫তম কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ