মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রাতঃভ্রমণে বেরিয়ে লখনউতে আততায়ীর গুলিতে নিহত হলেন ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু মহাসভার সভাপতি রঞ্জিত বচ্চন। রোববার সকালে বাইকে করে এসে রঞ্জিত বচ্চনের ওপর গুলি চালায় আততায়ীরা, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
পুলিশ জানিয়েছে, হজরতগঞ্জ এলাকায় তাকে গুলি করে আততায়ীরা পালিয়ে যায়। মাথায় একাধিক গুলির আঘাত পান রঞ্জিত বচ্চন। দক্ষিণপন্থী সংগঠনটি তৈরির আগে পর্যন্ত সমাজবাদি পার্টির সঙ্গে যুক্ত ছিলেন রঞ্জিত বচ্চন। ঘটনার তদন্তে সেখানে পুলিশের ৬টি দল পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। ঘটনাস্থল থেকে বিহারের মুঙ্গেরের একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্প্রতি কয়েকমাসে এই নিয়ে লখনউতে খুন হলেন দক্ষিণপন্থী সংগঠনের দ্বিতীয় ব্যক্তি। অক্টোবরে বাড়িতেই আক্রান্ত হন হিন্দু সমাজ পার্টির নেতা কমলেশ তিওয়ারি। তার মুখে গুলি করা হয় এবং ১৫ বার আঘাত করা হয়, হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। ওই সময় দুই দুর্বৃত্ত তার বাড়িতে মিষ্টির প্যাকেট নিয়ে দিওয়ালির শুভেচ্ছা জানাতে এসে তাকে হত্যা করে। সূত্র: এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।