Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুলি চললেও সিএএ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : শাহিনবাগের প্রতিবাদীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪৫ পিএম

গতকাল শাহিনবাগে গুলি চললেও, থামছে না আন্দোলন। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে যারা অবস্থান চালিয়ে যাচ্ছেন তাঁরা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার এই আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন।

গতকাল শাহিনবাগে শূন্যে দুই রাউন্ড গুলি চালান এক যুবক। এই ঘটনায় অবশ্য কেউ জখম হননি। পরে ওই যুবককে হেফাজতে নেয় পুলিশ। এই ঘটনার পরেও আন্দোলন থামেনি। উল্টে আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে গিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা আন্দোলনকারী জানিয়েছেন, ‘গুলি চলার সময় অনেক মহিলা ও শিশু তাঁবুর মধ্যে ছিলেন। আমরা গুলির শব্দ শুনে ছুটে যাই। সবাই ভয় পেয়ে গিয়েছিলেন। তবে আমরা এখান থেকে নড়ব না।’

অপর এক মহিলা জানিয়েছেন, ‘আমি তিন সপ্তাহ ধরে এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কেউ হিংসা চায় না। আমরা চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শাহিনবাগে এসে দেখুন মানুষ কীভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখানে যারা আছে তাদের মধ্যে কেউ গুলি চালানো বা অন্য কোনও হিংসাত্মক ঘটনার সঙ্গে যুক্ত নয়। আমরা শুধু চাই সরকার এই আইন বাতিল করুক। সেটা যতক্ষণ না হচ্ছে আমরা এখানেই আন্দোলন চালিয়ে যাব।’

আন্দোলনকারীদের একাংশের আবার দাবি, তাঁদের ভয় পাইয়ে দেওয়ার জন্যই গুলি চালানো হয়। বিজেপি নেতাদের উস্কানিমূলক মন্তব্যই এর জন্য দায়ী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ