Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে লাশ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ঢাকার কেরানীগঞ্জের আমবাগিচায় শুভাঢ্যা খাল থেকে বস্তাবন্দী হাত-পা বাঁধা অবস্থায় এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবতীর আনুমানিক বয়স হবে প্রায় ১৮ বছর। তার নাম পরিচয় জানা যায়নি। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই বাছির উদ্দিন জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় তারা খালের ভেতর ময়লার মধ্যে একটি প্লাস্টিকের বস্তা দেখতে পান। বস্তাটি খাল থেকে পাড়ে টেনে তোলা হয়। পরে বস্তাটি কেটে ওড়না দিয়ে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবতীর লাশ পাওয়া যায়। উদ্ধার লাশের পরনে ছিল লাল রঙের সালোয়ার ও খয়েরি রঙের কামিজ।

পুলিশের ধারণা যুবতীটিকে হাত-পা বেঁধে হত্যা করে একটি প্লাস্টিকের বস্তায় ভরে কে বা কারা কয়েকদিন আগে রাতের আধারে খালে ফেলে যায়। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এই মুহূর্তে মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। এদিকে এই ঘটনায় ঘটনাস্থলে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও কেরানীগঞ্জ সার্কেল অফিসার রামানন্দ সরকার ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ