মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শ্বেতাঙ্গ আধিপত্যবাদে বিশ্বাসী মার্কিন এক কোস্ট গার্ডকে ১৩ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। বিবিসি জানায়, এই ব্যক্তি শ্বেতাঙ্গ আধিপত্যবাদের বিস্তারের মুক্তমনা সাংবাদিক ও রাজনৈতিকদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিলেন এবং অস্ত্র মজুদ করছিলেন। ক্রিস্টোফার হ্যাসন লিবারাল রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংবাদ কর্মীদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন। এটিকে ‘ডোমেস্টিক টেররিজম’ হিসেবে বর্ণনা করেছে মার্কিন প্রসিকিউটররা। কিন্তু আক্রমণের আগে আটক হওয়ায় তার বিরুদ্ধে হত্যার বা হামলার দায় প্রদান করেনি মার্কিন আদালত। বরং অগ্নেয়াস্ত্র মজুদ এবং মাদক চোরাচালানের দায়ে অভিযুক্ত হওয়ায় তাকে এই শাস্তি প্রদান করা হয়। গত বছর ফেব্রুয়ারি মাসে আটক হওয়ায় সময় ১৫ আগ্নেয়াস্ত্র ও দুইটি অবৈধ বন্দুকের সাইলেন্সর উদ্ধার করে পুলিশ। একজন মাদক সেবনকারী হিসেবে এতগুলো অস্ত্র মজুদের অনুমতি ছিলো না ক্রিস্টোফারের। মামলার শুনানিতে প্রসিকিউটররা প্রমাণ করার চেষ্টা করেন, সঠিক সময় আটক না হলে ক্রিস্টোফার হ্যাসন অনেককে হত্যা করতেন। অন্যদিকে ক্রিস্টোফারের আইনজীবী জানান, তেমন কোন পরিকল্পনা না থাকায় তার মক্কেলকে অস্ত্র মজুদের জন্য সর্বনিম্ন সাজা দেয়া উচিত। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাটর্নি রবার্ট হুর ক্রিস্টোফর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, সঠিক সময়ে গ্রেফতার করা সম্ভব না হলে এতদিন আমাদের লাশ গুনতে হতো। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।