Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল-আকসা মসজিদ প্রাঙ্গণ

বন্ধ করে দিয়েছে ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণ ও জেরুজালেম শহরের পুরোনো অংশে প্রবেশ ও বের হওয়া বন্ধ করে দিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের যে কথিত ‘শান্তি পরিকল্পনা’ প্রকাশ করেছে, এরপরই এমন পদক্ষেপ নিলো তেলআবিব। খবর মিডল ইস্ট মনিটরের। ফিলিস্তিনের মা’আন সংবাদ সংস্থাকে জেরুজালেমের ওয়াকফ বিভাগের একটি আনুষ্ঠানিক সূত্র জানিয়েছে, মসজিদ প্রাঙ্গণের সব দরজা বন্ধ করে দিয়ে ইসরাইলি কর্তৃপক্ষ। ফলে কেউ মসজিদের প্রাঙ্গণে প্রবেশ করতে বা বের হতে পারছে না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মসজিদ প্রাঙ্গণ থেকে দুজন ফিলিস্তিনি যুবককে আটক করেছে দখলদার ইসরাইলি পুলিশ। পরে তাদের বাব আল-সিলসিলা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। থানায় নিয়ে যাওয়ার সময় দুই যুবককে ব্যাপক মারধরও করা হয় বলে জানিয়েছে তারা। আল-আকসা মসজিদকে কেন্দ্র করে এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান। জেরুজালেমে অবস্থিত ধর্মীয় এই স্থাপনায় অভিযান, বন্ধ করে দেয়া এবং সেখান থেকে প্রার্থনারত ব্যক্তিদের গ্রেপ্তার করার ঘটনা প্রায়ই ঘটে থাকে। আবার ইহুদি বসতি স্থাপনকারীরা মাঝে মাঝেই মসজিদ প্রাঙ্গণে হামলা চালায়। মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ