Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অবসরে গেলেও রেশন পাবেন পুলিশ সদস্যরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

এখন থেকে অবসরে গেলেও রেশন পাবেন পুলিশ সদস্যরা। গত ২৯ জানুয়ারি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
এতে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা রেশন পাবেন পরিবারের দুই সদস্যের জন্য। একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিদ্ধ বা আতপ চাল ও আটা পাবেন ২০ কেজি, চিনি ও ডাল দুই কেজি করে এবং ভোজ্যতেল পাবেন সাড়ে ৪ লিটার। তবে পরিবারের সদস্য একজন হলে রেশন সুবিধা পাবেন অর্ধেক।
তবে এই সুযোগ দেয়ার পাশাপাশি কয়েকটি শর্ত জুড়ে দেয়া হয়েছে। শর্তগুলো হলো- যে সকল পুলিশ সদস্য চলতি বছরের ১ জানুয়ারি বা পরবর্তী সময়ে অবসরে গিয়েছেন বা যাবেন তারা এ সুবিধা পাবেন। সন্তানদের ক্ষেত্রে এ সুবিধা ২১ বছর পর্যন্ত প্রযোজ্য হবে। অবিবাহিত মেয়ে, প্রতিবন্ধী, স্ত্রী ও বিকলাঙ্গ সন্তানরা আজীবন এ সুবিধা পাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ