পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা প্রকৌশলী তালুকদার সারওয়ার হোসেনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর শিল্পাঞ্চল থানার রহিম মেটাল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
আহত কাউন্সিলর প্রার্থী মুক্তিযোদ্ধা প্রকৌশলী তালুকদার সারওয়ার হোসেন কাঁটা চামচ মার্কা নিয়ে স্বতন্ত্রভাবে প্রতিদ্ব›িদ্বতা করছেন। তিনি এর আগে দুবার ওই এলাকার কাউন্সিলর ছিলেন। তবে এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাওয়াতে তিনি স্বতন্ত্র হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করছেন।
প্রকৌশলী তালুকদার সারওয়ার হোসেনের বন্ধু শহীদ সাংবাদিকদের জানান, জুমার নামাজ শেষে তিনি মসজিদ থেকে বের হওয়ার সময় কয়েকজন লোক তার সাথে কুশল বিনিময় করেন। এ সময় তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী শফিউল্লাহ শফির লোকজন তাকে মারধর করে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে উপস্থিত মুসল্লিরা এগিয়ে এসে দুর্বৃত্তদের তাড়া করেন। হামলায় গুরুতর আহত হন সারওয়ার হোসেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব বিজয় তালুকদার সাংবাদিকদের জানান, জুমার নামাজের পর মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।