Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনিমেষ আইচের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেন ভাবনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

নির্মাতা অনিমেষ আইচের সঙ্গে অভিনেত্রী ভাবনার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জণ চলছে। তবে সম্প্রতি ভাবনা তার ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি খোলাসা করেছেন। স্বীকার করে নিয়েছেন তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। ভাবনা বলেন, আমি কখনোই আমার সম্পর্ক নিয়ে কিছু লুকাইনি। আমি বিশ্বাস করি, ভালোবাসা প্রকাশের মধ্যে লজ্জার কিছু নেই। কাউকে ভালোবাসি, সেটা লুকিয়ে রাখা মানে সম্পর্কটাকে অসম্মান করা। অথচ আমার সঙ্গে কথা না বলেই কিছু পত্রিকা আমাদের সম্পর্ক নিয়ে এমন কথা লিখেছে যা দেখে ভীষণ কষ্ট পেয়েছি। আমার কাছে ভালোবাসাটা অনেক সম্মানের একটা সম্পর্ক। বিয়ে প্রসঙ্গে ভাবনা বলেন, অমরা অবশ্যই বিয়ে করব। তবে কবে করব, জানি না। কোনো প্ল্যান করিনি। এদিকে ভাবনা বইমেলায় প্রকাশের জন্য উপন্যাস লিখেছেন। এছাড়া একুশে ফেব্রুয়ারি আর ভ্যালেন্টাইন ডের জন্য কয়েকটি একক নাটকে অভিনয় করবেন। নতুন একটি ধারাবাহিকের কাজ শুরু করার কথা রয়েছে।



 

Show all comments
  • Md Sakib Hossain ১ ফেব্রুয়ারি, ২০২০, ১:২৪ এএম says : 0
    এ আবার নতুন কী,উনারা বহুদিন ধরেই ছাদের নীচে থাকতেছে।পারলে নতুন কিছু দেন,উনারা কী বাচ্ছা কাচ্ছা নিতাছে বা নাকী ডিভোর্স দিকে এগুচ্ছে
    Total Reply(0) Reply
  • Aziz Mohammad ১ ফেব্রুয়ারি, ২০২০, ১:২৫ এএম says : 0
    যা করার তাড়াতাড়ি কর। এতো ভাবনা কিসের। সাথে একটা ডিবোর্স লেটার ও রেডি রাখো। তাসের ঘর তো যে কোন সময়...!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাবনা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ