Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচন

মাদারীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৪ এএম

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন গত বৃহম্পতিবার সমিতির মিলনায়তনে সম্পন্ন হয়েছে। এতে ১৫টি পদের মধ্যে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় আ.লীগ সমর্থিত ২টি পদসহ ১১টি ও বিএনপি সমর্থিত প্রার্থীরা ৪টি পদে নির্বাচিত নির্বাচিত হয়েছে।
যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সভাপতি পদে বিএনপির অ্যাড. মো. জাফর আলী মিয়া, সিনিয়র সহ-সভাপতি আ.লীগের অ্যাড. সিদ্দিকুর রহমান, জুনিয়র সহ-সভাপতি আ.লীগের অ্যাড. এইচএম জুবাইর হোসেন, সাধারণ সম্পাদক আ.লীগের অ্যাড. গোলাম কিবরিয়া হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আ.লীগের আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিএনপির মহিদুল ইসলাম, সম্পাদক আপ্যায়ন আ.লীগের মো. মাহবুব হোসেন সরোজ, কোষাধ্যক্ষ বিএনপির মো. মিজানুর রহমান, সম্পাদক মহরার পদে আ.লীগের মো. মাহবুব হোসেন সাকিল, সম্পাদক লাইবেরি বিএনপির মো. রফিকুল ইসলাম শামিম। এছাড়া কার্যকরী সদস্য পদে আ.লীগের অ্যাড. আমিনুল ইসলাম খান, মো. জাফর ইমাম সুজন, মো. হানিফা বেপারী, মো. জহিরুল ইসলাম বাদল, সোহেল আলম নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে মোট ২৪৯ ভোটের মধ্যে ২৩৯ ভোট প্রয়োগ হয়েছে বলে নির্বাচন কমিশনার অ্যাড. ফোরহাদুল ইসলাম জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ