মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের দক্ষিণে অবস্থিত নাগ্রোতা এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিন বিদ্রোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক পুলিশ সদস্য। আজ শুক্রবার ভোর ৫টার দিকে নাগ্রোতা এলাকার একটি টোল পলাজায় এ ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, নাগ্রোতা এলাকায় একটি টোল প্লাজায় একটি ট্রাক আটক করলে বিদ্রোহীরা ট্রাক থেকে পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। বন্দুকযুদ্ধের পর ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
এই বিষয়ে জম্মু কাশ্মীরের পুলিশের সাধারণ পরিদর্শক মুকেশ সিং বলেন, আমরা ওই এলাকায় চতুর্থ সন্ত্রাসীর খোঁজে তল্লাশী চালাচ্ছি। এ ঘটনায় নাগ্রোতা এলাকায় গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
সেনা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোরে নিয়মিত টহলদারিতে এলাকায় যায় সেনা ও পুলিশ। আগে থেকেই এলাকায় লুকিয়েছিলেন বিদ্রোহীরা।
পাকিস্তান সীমান্ত পেরিয়ে তারা ভারতে ঢোকে বলে জানা গিয়েছে। তবে বিদ্রোহীদের এই দলটি নতুন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।