মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গত সপ্তাহে ‘জঙ্গি’ বলে আক্রমণ করেছিলেন বিজেপির এমপি পরবেশ বর্মা। গত বুধবার আম আদমি পার্টির নেতা বিজেপিকে পাল্টা আক্রমণ করেছেন। কেজরিওয়াল এক আবেগঘন টুইটে লেখেন, ‘পাঁচ বছর ধরে আমি কঠোর পরিশ্রম করেছি দিনরাত এক করে। আমি দিল্লির মানুষের জন্য আমার সর্বস্ব দিয়েছি। রাজনীতিতে প্রবেশের পরে আমি বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি মানুষের জীবনকে আরও উন্নত করতে। এর বদলে বিজেপি আমাকে জঙ্গি বলছে। আমি খুবই দুঃখিত।’
দলের পক্ষ থেকে বিজেপির পরবেশ বর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য দিল্লির প্রধান নির্বাচন কর্মকর্তার কাছে চিঠি লিখে আবেদন জানানো হয়েছে।
পরবেশ আগেই বিতর্কে জড়িয়েছিলেন শাহিনবাগের প্রতিবাদীরা ‘আপনাদের বোন ও মেয়েদের ধর্ষণ করবে’ একথা বলার জন্য। গত ২৫ জানুয়ারি মাদিপুর বিধানসভা এলাকার অন্তর্গত কৈলাস সান্থলায় এক জনসভায় কেজরিওয়ালকে ‘জঙ্গি’ বলে আক্রমণ করেন পরবেশ।
আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভার নির্বাচন। ৭০ সদস্যের বিধানসভায় ২০১৫ সালে ৬৭ আসনে জয়লাভ করেছিল আম আদমি পার্টি। বিজেপি পেয়েছিল মাত্র ৩টি আসন। সূত্র : টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।