Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মসনবী শরীফ

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

মাওলানা জালাল উদ্দীন রূমী রহ.
কাব্যানুবাদ : রূহুল আমীন খান
২০৭১. কর ফেকের, গভীর ধ্যানে মগ্ন কর মন
তোমার মাঝেই বসন্ত শীত আসছে ক্ষণে ক্ষণ।

২০৭২. আসছে বাহার নবীন সাজে কর অনুধ্যান
জুই মালতি গোলাপ্র চাপ্রায় হাসছে গুলিস্তান !

২০৭৩. শ্যামল সবুজ প্রাতার ভিরে যায় না দেখা শাখা
কুসুম কলির ভিরে দালান, মাঠ প্রড়ে যায় ঢাকা।

২০৭৪. আসে এ সব উৎস থেকে ওই মহাসত্তার
রহি রহি মন মাতানো সুবাস ছড়ায় তার।

২০৭৫. ক্ষনেকের এই মিথ্যে ভড়ং অহং ভুলে, আও
নিজকে চেন, নূর সায়রে গরক হয়ে যাও।

২০৭৬. কুসুম যেথা নাই সেথাকি সুবাস প্রাবে তার?
নাই কো সুরা প্রাবে সেথায় মস্তি কি সুরার?

২০৭৭. খোশবু হবে দিক দিশারি- প্রথের দিশা দিবে
কাওসারে ও জান্নাতে সে প্রথ চিনিয়ে নিবে।

২০৭৮. সুবাস ওষুধ, দেয় ফিরিয়ে সুবাস চোখের আলো
করল সুবাস য়াকুব নবীর অন্ধ নয়ন ভালো।

২০৭৯. বদবু হলো অগ্রপ্রথিক তিমির আঁধারের
চোখের জ্যোতি ফিরিয়ে দিল খোশবু য়ূসুফের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন