Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুজিব বর্ষের আগমনী সংগীত উৎসব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

সম্প্রতি মুজিব শতবর্ষের ক্ষণগণনা উপলক্ষে প্রত্যয়, মহীরুহ, প্রতিপালক, চিরন্তন বাংলা (যুক্তরাজ্য)-এর যৌথ আয়োজনে মুজিব শতবর্ষের আগমনী সংগীত উৎসব ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা)-র অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিসাব মহানিয়ন্ত্রক মো. জহুরুল ইসলাম, ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিনিয়র), ড. শ্যামল কান্তি চৌধুরী, প্রাক্তন অতিরিক্ত সচিব ও বাংলাদেশ বীমা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী, অতিরিক্ত সচিব এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক অভিজিৎ চৌধুরী, প্রাক্তন ডিসিএজি (সিনিয়র), মো. আফতাবুজ্জামান, প্রাক্তন সিজিডিএফ মো. ইকবাল হোসেন, প্রাক্তন ডিজি ফিমা সরোজ কান্তি দেব, বর্তমান মহাপরিচালক ফিমা মনোয়ারা হাবীবসহ অনেক গণ্যমান্য অতিথিবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সারদ পরিবেশন করেন ওস্তাদ শাহদাৎ হোসেন খান। এছাড়া যুক্তরাজ্য থেকে আগত Grand Union Orchestra এর ওস্তাদ ইউসুফ আলী খান তবলা এবং টনি হাইন্স পিয়ানো, কলকাতার শৌভিক পাল বাঁশি এবং প্রদীপ সরকার ও ড. শ্যামল চৌধুরী সংগীত পরিবেশন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংগীত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ