Inqilab Logo

সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সউদীতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২০, ১০:২৫ এএম

সউদী আরবের সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে কাজ শেষে বাসায় ফেরার পথে জেদ্দার হাইআল সামির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের গফরগাঁওয়ের কামাল উদ্দীনের ছেলে শাকিল মিয়া, নরসিংদীর মনোহরদী উপজেলার উত্তর কচিকাটা গ্রামের কাজল মিয়ার ছেলে কাউসার মিয়া ও টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলাতৈল গ্রামের ফরহাত আলীর ছেলে আল-আমিন। তারা সবাই জেদ্দার ইয়ামামা নামের একটি ক্লিনিং কোম্পানিতে পরিচ্ছন্নকর্মীর কাজ করতেন।

জানা যায়, নিহতদের বহনকারী গাড়িটিকে একটি বড় লরি ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই মারা যান তারা।

তিন বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় সৌদি আরবের পাড়ি জমান, আল-আমিন। আগামী ১০ ফেব্রুয়ারি দেশে যাওয়ার কথা ছিল তার। মরদেহগুলো জেদ্দার একটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ