Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় তিন ছিনতাইকারী আটক

স্টাফ রিপোর্টার, সাভার : | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ঢাকার সাভারের আশুলিয়ায় ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টাকালে চক্রের তিন সদস্যকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল ভোরে আশুলিয়ার জিরানী-শিমুলিয়া আঞ্চলিক সড়কের আমতলা এলাকায় এই ঘটনা ঘটে।
আটকরা হচ্ছে- আশুলিয়ার গোয়াইল বাড়ি এলাকার মো. মুনছের আলীর ছেলে মো. লিটন (২২), একই এলাকার জনি আহমেদের ছেলে সিফাত আহমেদ (১৮) ও পাড়াগ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে নিরব হোসেন (২০)।

স্থানীয়দের বরাত দিয়ে আশুলিয়া থানার এসআই ফজর আলী জানান, জিরানী-শিমুলিয়া আঞ্চলিক সড়ক দিয়ে চলাচলরত একটি ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করে তিন যুবক। এ সময় স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে খবর দেয়। পরে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে ওই তিন যুবককে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ