Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

বাফুফের দক্ষতা নিয়ে ফের প্রশ্ন

সাবেকদের সংবর্ধনায় সিক্ত রুহুল আমিন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২০, ১২:০৫ এএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দক্ষতা নিয়ে ফের প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব ও চট্টগ্রাম আবাহনী লিমিটেডের সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন। এবার তিনি আঙুল তুলেন বাফুফের ম্যানেজমেন্ট কমিটির দিকে। এই কমিটির স্কিল জিরো বলে মন্তব্য করেন রুহুল আমিন। গতকাল ক্রীড়া সাংবাদিকদের অন্যতম সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) কার্যালয় পরিদর্শনে এসে তিনি বলেন,‘দীর্ঘ একযুগ বাফুফের মসনদে বসে আছেন কাজী মো. সালাউদ্দিন। বাফুফে সভাপতি হিসেবে এতদিন ক্ষমতায় থেকেও দেশের ফুটবলের উন্নতি করতে পারেননি তিনি। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান যখন ১৪২/১৪৩ তখন দায়িত্ব নেয় সালাউদ্দিনের নেতৃত্বাধীন কমিটি। সেই র‌্যাঙ্কিং এখন এসে দাঁড়িয়েছে ১৮৭তম স্থানে। বাফুফের প্রধান কর্তার দায়িত্বহীন কর্মকান্ডে দিন দিন র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশ। যা সত্যিই দু:খজনক। আমি মনে করি সঠিক পরিকল্পনার অভাবেই দেশের ফুটবল ঠিকঠাক এগোয়নি। বাংলাদেশ ফুটবলে একটা শক্ত কাঠামো তৈরি হয়নি। হয়নি ভিত মজবুত।’ এসময় বিএসজেএ কার্যালয়ে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোতাহের হোসেন মাসুম, সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনী, সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল হক, মুজিবুর রহমান, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু ও শেখ মো. আসলাম সহ অন্যরা।

রুহুল আমিন আরো বলেন, ‘বছরের পর বছর সালাউদ্দিন বাফুফে সভাপতির চেয়ার দখল করে রাখলেও দেশের ফুটবলের স্ট্রাকচার ঠিক করেননি। স্ট্রাকচার ঠিক করতে হলে তৃণমূল থেকে ফুটবলার তৈরি করে আনতে হবে। তৃণমূল ফুটবল বলতে স্কুল পর্যায় থেকে তা চালু করে উপজেলা লেভেল পর্যন্ত যেতে হবে। ফের আয়োজন করতে হবে সোহরাওয়ার্দী কাপ টুর্নামেন্ট।’ তিনি যোগ করেন,‘আমাদের প্রিমিয়ার লিগের দু’চার ক্লাব বাদে বেশির ভাগের অবকাঠামো ঠিক নেই। এদিকে নজর দিতে হবে। মাদার অর্গানাইরেশন হিসেবে বাফুফের দায়িত্ব ছিল একাডেমি তৈরি করা। একাডেমিতে একেবারে আন্তর্জাতিক পদ্ধতিতে প্লেয়ার তৈরি করা। যে প্লেয়ারগুলো বিভিন্ন ক্লাবগুলোতে খেলবে এবং সেই প্লেয়ারদের নিয়ে একটি শক্তিশালী জাতীয় দল গঠন হবে। বাফুফের বর্তমান কমিটির কর্মকর্তাদের দক্ষতার অভাব বলে এসব কাজ হয়নি এতদিন।’

১২ বছর ক্ষমতায় থেকে ফুটবলকে সঠিক জায়গা নিতে পারেননি কাজী সালাউদ্দিন- এমন মন্তব্য করে রুহুল আমি বলেন,‘বঙ্গবন্ধু গোল্ডকাপে সাফল্য পাচ্ছে না জাতীয় দল। সাফ চ্যাম্পিয়নশিপ, এশিয়ান লেভেলেও একটা জায়গা তৈরি হয়নি আমাদের। এর জন্য দায়ী কে বা কারা? একটা জায়গায় ১২ বছর বসে থাকলে ফুটবল যেখানে যাওয়া উচিত ছিল, সেখানে যায় নাই। কেন আমরা সাফে চ্যাম্পিয়ন হতে পারছি না; এশিয়ান লেভেলে কেন একটা জায়গা তৈরি করতে পারিনি। সাফের খবর নাই, এশিয়ার খবর নেই। আমরা স্বপ্ন দেখি ২০২২ বিশ^কাপ খেলব। এই ধরনের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হলে পরিবর্তন দরকার। তাই সবাই আমরা মাঠে নেমেছি। সাবেক তারকা ফুটবলার ও সংগঠকরা আছেন আমাদের সঙ্গে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ