মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রত্যাহার করলে তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার কলকাতায় এনআরসি বিরোধী অবস্থান মঞ্চে এমনটাই বললেন তিনি। মমতা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি আলোচনা চান, আগে সিএএ-এনআরসি প্রত্যাহার করুক। গণতন্ত্রে কথা হতেই পারে। কিন্তু আগে সিএএ-এনআরসি প্রত্যাহার করতে হবে। তবে কথা হতে পারবে। আগে আইন তৈরি হয়ে যাবে, তারপর বলবেন আলোচনা করব, সেটা হতে পারে না। আগে এই আইন প্রত্যাহার করতে হবে, তারপর আমি আলোচনায় বসতে রাজি। এদিন অবস্থান মঞ্চে ৪২ জন চিত্রশিল্পী ক্যানভাসে তুলে ধরেন সিএএ-এনআরসিবিরোধী ভাবনা। মমতা নিজে আঁকলেন এক দুখিনী নারীর মুখাবয়ব। যার চোখে জল। সেই জলে ভেসে উঠছে লেখা-‘নো’. কপালে লেখা ‘সিএএ’. কমলা-সাদা রং ব্যবহার করে আঁকা ছবিটির একদিকে লেখা ‘এনপিআর’, আরেকদিকে লেখা ‘এনআরসি’। মমতা আরো বলেন, হিন্দুধর্ম সর্বজনীন, বিশ্বজনীন। রামকৃষ্ণদেব, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম, বি আর আম্বেদকর– সবাই সর্বধর্ম সমন্বয়ের কথা বলে গিয়েছেন। আমরা ঘৃণার রাজনীতি মানি না, হিংসা-বিদ্বেষ মানি না। এটা ম‚ল্যবোধের বিষয়। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।