Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিএএ বিক্ষোভে রণক্ষেত্র মুর্শিদাবাদ, নিহত ২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২০, ৪:০৫ পিএম

সিএএ, এনআরসি’র প্রতিবাদ করার সময় গুলি চালানোর অভিযোগ উঠল পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার জলঙ্গিতে। গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বুধবার সকালে জলঙ্গির সাহেবনগর এলাকায় সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধিতায় বেশ কয়েকজন পথ অবরোধ করেন। সেই সময় সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, সংঘর্ষের সময় বোমা ছোড়া হয়। এর পর আচমকা কেউ গুলি চালিয়ে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ২ জনের।

সূত্রের খবর, এ দিন সকালে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পথ অবরোধ চলে। অভিযোগ, সেই সময় অবরোধে বাধা দেয় আরেকপক্ষ। তাতেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। শুরু হয় বোমাবাজি। এর পর হঠাৎ কেউ গুলি করে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। আহত হয় বেশ কয়েকজন। তবে, কে বা কারা সাহেবনগর এলাকায় আচমকা গুলি চালাল, তা এখনও জানা যায়নি।

খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছে পুলিশবাহিনী। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে গিয়েছেন এলাকার বাসিন্দারা। তবে, আততায়ীর খোঁজ পাওয়া যায় নি। নতুন কোনও অশান্তি যাতে তৈরি না হয় সে কারণে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। অবরোধকারীদের সঙ্গে কথা বলছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্র: টিওআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ