Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

নিষেধাজ্ঞায় মিয়ানমারসহ ৭ দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২০, ১২:০৩ এএম | আপডেট : ১২:১১ এএম, ২৯ জানুয়ারি, ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিয়ানমারসহ আরও সাত দেশের নাগরিকদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন। এ সপ্তাহে এসব দেশের নাম ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নতুন করে যুক্ত হতে যাওয়া দেশগুলো হচ্ছে- নাইজেরিয়া, সুদান, তানজানিয়া, ইরিত্রিয়া, কিরঘিজিস্তান, মিয়ানমার ও বেলারুস। খবর বিবিসির। এসব দেশের ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বা এর কারণ এখনও প্রকাশ করেনি মার্কিন প্রশাসন। তালিকাভুক্ত দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবেন না। তবে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড ও ভিসাপ্রাপ্ত এবং শরণার্থীরা এর আওতায় নাও থাকতে পারেন। এর আগে ছয় মুসলিম দেশ– ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের ওপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। উত্তর কোরিয়ার নাগরিক আর ভেনিজুয়েলার সরকারি কর্মকর্তারাও রয়েছেন নিষেধাজ্ঞার আওতায়। সুইজারল্যান্ডের দাভোসে গত সপ্তাহে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এ কথা জানান। ভ্রমণ নিষেধাজ্ঞার জন্য নতুন করে বিবেচিত হওয়া দেশগুলোর মধ্যে বেশ কয়েকটির সঙ্গে যুক্তরাষ্ট্রের নিবিড় সম্পর্ক রয়েছে। আবার এসব দেশের কয়েকটি থেকে স¤প্রতি অপেক্ষাকৃত বেশিসংখ্যক শরণার্থী গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে যাওয়া ৩০ হাজার শরণার্থীর মধ্যে চার হাজার ৯৩২ জনই মিয়ানমারের। ২০১৭ সাল থেকে দেশটিতে বড় আকারের নিধনযজ্ঞের শিকার হয়ে আসছে রোহিঙ্গা জনগোষ্ঠী। ধারণা করা হচ্ছে, মিয়ানমারের ক্ষেত্রে কয়েকজন নির্দিষ্ট সরকারি কর্মকর্তা ও নির্দিষ্ট ধরনের ভিসা বাতিল করা হতে পারে। তবে ট্রাম্প প্রশাসন যখন ভ্রমণ নিষেধাজ্ঞা স¤প্রসারণের পরিকল্পনা করছে, তখন প্রেসিডেন্টের এ সংক্রান্ত ক্ষমতা কমাতে কংগ্রেসে বিল আনতে যাচ্ছে বিরোধী দল ডেমোক্র্যাট। তবে ট্রাম্প প্রশাসন যখন ভ্রমণ নিষেধাজ্ঞা স¤প্রসারণের পরিকল্পনা করছে তখন প্রেসিডেন্টের এই সংক্রান্ত ক্ষমতা কমাতে কংগ্রেসে বিল আনতে যাচ্ছে বিরোধী দল ডেমোক্র্যাট। বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ